X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
অধ্যাপক রেজাউল হত্যা

চার্জশিট গ্রহণের পাঁচ মাসেও অভিযোগ গঠন হয়নি

রাবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ০১:২৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ০১:২৬
image

অধ্যাপক রেজাউল করিম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় আদালত চার্জশিট গ্রহণের পাঁচ মাস পেরিয়ে গেলেও আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি। এদিকে বিচারকার্য দ্রুত শেষ করে আসামিদের শাস্তির দাবিতে আজ (রবিবার) র‌্যালি ও সমাবেশ করবে ইংরেজি বিভাগ।

মামলার বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর আদালতের পিপি আবদুস সালাম বলেন, ‘চার্জশিট আমলে নিয়েছে আদালত। কিন্তু এখনও অভিযোগ গঠন হয়নি। মামলায় চার্জশিটভুক্ত ৮ জনের মধ্যে তিনজন বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এছাড়া চার্জশিটভুক্ত চারজন ওই মামলায় গ্রেফতার আছেন। তবে মামলার প্রধান আসামি শরিফুল ইসলামের এক আসামি পলাতক এখনও আছেন।’

জানা যায়, ২০১৬ সালের ৬ নভেম্বর ৮ জেএমবি সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক। পরে ৮ নভেম্বর রাজশাহী মহানগর আদালতের বিচারক জাহিদুল ইসলাম তা গ্রহণ করেন। এদের মধ্যে রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান, ঢাকার কাশলীতে তারেক হাসান নিলু ওরফে ওসমান ও খায়রুল ইসলাম ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এছড়া মাসকাওয়াত হাসান সাকিব, রহমতুল্লাহ, আব্দুস সাত্তার ও তার ছেলে রিপন আলী ১৬৪ ধারায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া রাবি শিক্ষার্থী ও মামলার প্রধান আসামি শরিফুল ইসলাম পলাতক রয়েছেন।

এদিকে রবিবার অধ্যাপক রেজাউল হত্যার এক বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইংরেজি বিভাগ। বিচারকার্য দ্রুত শেষ করে আসামিদের শাস্তির দাবিতে সকাল ৯টায় ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ (অধ্যাপক রেজাউল স্যারের ডাক নাম মুকুল) সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হবে। এছাড়া আসরের নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করা হয়। ওইদিন বিকেলে নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা হত্যা মামলা দায়ের করেন।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি