X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

রানা প্লাজার সামনে জলকামানসহ নিরাপত্তার কড়াকড়ি, ক্ষুব্ধ নিহতদের স্বজনরা

এস এম নূরুজ্জামান ও নাদিম হোসেন
২৪ এপ্রিল ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২১:৪৬

বেদীর চারপাশে পুলিশ, সামনে জলকামান (ছবি- নাসিরুল ইসলাম) রানা প্লাজা ধসের চার বছর পূর্তিতে সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকেই ধসে পড়া ভবনটির স্থানে নির্মিত বেদীতে শ্রদ্ধা জানাতে আসতে শুরু করেন ওই দুর্ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের স্বজনরা। আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকসহ শ্রমিকদের অধিকার নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনও ভিড় করতে থাকে রানা প্লাজার স্থানটিতে নির্মিত বেদীতে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার কড়াকড়িতে শ্রদ্ধা জানানোর জন্য তাদের এক মূহূর্তও দাঁড়াতে দেওয়া হয়নি বেদীর সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে তাই শ্রদ্ধা আর শোক ছাপিয়ে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন নিহতের স্বজনরা।
সরেজমিনে দেখা যায়, রানা প্লাজার স্থানটিতে সকাল থেকেই অবস্থান নেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রোডস অ্যান্ড হাইওয়ে পুলিশ ও সাভার থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। ওই স্থানে নির্মিত বেদীটিও ঘিরে রাখে তারা। নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্যদের উপস্থিতি ছাড়াও ঘটনাস্থলে রাখা ছিল জলকামান।
নিরাপত্তার জন্য রাখা জলকামান সকাল থেকেই রানা প্লাজা ধসে নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা একে একে আসতে থাকেন শ্রদ্ধা জানাতে। এসময় বেদীর আশপাশে দাঁড়িয়ে থাকতে দেওয়া হয়নি তাদের কাউকেই। বেদীর আশপাশে থাকা পুলিশ সদস্যরা বেদীতে ফুল দিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করার জন্য তাড়া দিতে থাকেন সবাইকে।
এসময় শ্রমিক অধিকার নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানাতে এলে তাদেরও মুহূর্তের মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে বেদীর কাছ থেকে। কয়েকটি সংগঠন মানববন্ধন করতে চাইলেও তাদের তা করতে দেওয়া হয়নি। কোনও কোনও সংগঠনের নেতারা তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতার প্রতি বক্তব্য রাখতে চাইলে তাতেও বাধা দেওয়া হয়। খুব দ্রুত বক্তব্য শেষ করে ওই স্থান ছাড়তে তাদের বাধ্য করে পুলিশ।
নিরাপত্তা নিয়ে পুলিশের এই বাড়তি কড়াকড়িতে তীব্র ক্ষোভ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক শ্রমিক আজ এখানে এসেছিলেন রানা প্লাজা ধসের শিকার সহকর্মী শ্রমিকদের শ্রদ্ধা জানাতে। তারা নিজেদের দাবি-দাওয়া নিয়ে এসেছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনীর কারণে তারা শ্রদ্ধা জানানোর মতো পরিবেশটুকুও পেলেন না। আজকের দিনটিতে নিরাপত্তার এই বাড়াবাড়ি অত্যন্ত দৃষ্টিকটু।’
শ্রমিক নেতা মোশরেফা মিশু পুলিশের এই ধরনের আচরণের নিন্দা জানিয়েছেন।
বেদীর চারপাশে কাউকে দাঁড়াতে দিচ্ছেন না পুলিশ সদস্যরা নিরাপত্তার এই বাড়াবাড়িতে ক্ষোভ আর বিরক্তির কথা জানিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা স্বজন ও শ্রমিকরাও। তারা বলেন, ‘সারাবছর তো এই জায়গাতে কাউকে দেখা যায় না। জায়গাটি নোংরা হয়ে পড়ে থাকে। বিভিন্ন জনের দখলে থাকে এই জায়গা। তখন তো কারও দেখা মেলে না। এখন তারা কেন এসে আমাদের বাধা দিচ্ছে?’
রানা প্লাজা ধসে পা হারিয়েছিলেন গার্মেন্টকর্মী নিলুফার বেগম। স্ক্র্যাচে ভর করে আসা নিলুফার বলেন, ‘রানা প্লাজার এই দুর্ঘটনার জন্য দায়ী বিল্ডিংয়ের মালিক সোহেল রানা আর এখানকার কারখানাগুলোর মালিকরা। সরকার তাদের না ধরে আমাদের কেন শ্রদ্ধা জানাতেই বাধা দিচ্ছে।’
রানা প্লাজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফুজ্জামান আজিম এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে জানার জন্য সাভারের পুলিশ সুপারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। কিন্তু তাকেও ফোনে চেষ্টা করে পাওয়া যায়নি।
নিরাপত্তা পরিস্থিতির বাড়াবাড়ি নিয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘রানা প্লাজার স্থানটিতে যেন কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সে কারণেই জলকামানসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।’ কোনও ধরনের মিছিল বা সমাবেশে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। বৃষ্টির কারণেই তারা মিছিল বা সমাবেশ করতে পারেননি।’

আরও পড়ুন-

রানা প্লাজা ধসের ৪ বছর: আজও শঙ্কা কাটেনি আহত শ্রমিকদের

রানা প্লাজার পিলার ভাঙতে শুরু করে দুর্ঘটনার আগের দিনই

রানা প্লাজা ধস: পঙ্গুত্বের কারণে ভেঙেছে অনেকের সংসারও

রানা প্লাজার তিন মামলা: বিচার বিলম্বিত যে কারণে

শত বাধা আর কষ্টেও ঘুরে দাঁড়িয়েছেন তারা

ডায়েরি থেকে রেশমাকে উদ্ধারের অভিযান

/টিআর/টিএন/এইচইউআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে