X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

১০০ মিটার দূর থেকে বোমা বিস্ফোরণে দক্ষ জঙ্গিনেতা জেনি

নুরুজ্জামান লাবু
২৭ এপ্রিল ২০১৭, ০২:০৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ০২:২৬

 

র‌্যাবের হাতে গ্রেফতারের পর জেএমবির আইইডি  বিশেষজ্ঞ জেনি (ছবি: ফোকাস বাংলা) নিজের তৈরি ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে ১০০ মিটার দূর থেকে বিস্ফোরণে পারদর্শী জঙ্গিনেতা মুশফিকুর রহমান জেনি। এ রকম একটি আইইডি তৈরি করে পরীক্ষাও চালিয়েছিল সে। বুধবার  রিমোর্ট নিয়ন্ত্রিত আইইডি’র উপকরণসহ সারোয়ার-তামিম গ্রুপের আইইডি বিভাগের প্রধান জেনিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত দুই মাসে ঢাকা ও ঢাকার আশেপাশে থেকে আরও ১৫ জনকে গ্রেফতার করা হয়, যারা সবাই জেনির সহযোগী বলে র‌্যাবের দাবি।

র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সংবাদ সম্মেলনে বলেন, ‘জেনি বিস্ফোরক তৈরিতে বিশেষজ্ঞ। সে জেএমবির সারোয়ার তামিম গ্রুপের আইইডি তৈরি বিভাগের প্রধান। তার কাছ থেকেই অন্যরা আইইডি তৈরির প্রশক্ষিণ নিয়েছে।’

গত ২০ মার্চ রাজধানীর বাড্ডা এলাকা থেকে বুয়েট থেকে পাস করা দুই প্রকৌশলী অলিউজ্জামান ওরফে অলি ও আনোয়ারুল আলমসহ ৫ জনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত অলি একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করতো। ২০১২ সালে সে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেয়। আর আনোয়ার পড়াশোনা করেছে বুয়েটের ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে রাজধানীর উপকণ্ঠ দোহার ও মিরপুর থেকে আরও দশ জনকে গ্রেফতার কর হয়। গ্রেফতার হওয়া এই গ্রুপের ১৫ সদস্যের নেতৃত্বে ছিল এই জেনি।

 

জেএমবির বোমা বিশেষজ্ঞ জেনির কাছ থেকে উদ্ধার করা আইইডি সরঞ্জাম (ছবি: ফোকাস বাংলা)

 

জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘অলি ও আনোয়ারসহ আগে গ্রেফতার হওয়া সারোয়ার-তামিম গ্রুপের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদে জেনির বিষয়ে তথ্য পায় র‌্যাবের অনুসন্ধানকারী দল। পরে বুধবার (২৬ এপ্রিল) সকালে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১/এ রোডের ৮ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেনির বাবার নাম ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং এলাকায়। জেনি ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। তবে কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় পড়াশোনায় অনিয়মিত হয়ে পড়ে। বাড্ডায় গ্রেফতার হওয়া আনোয়ার ও অলি তার সহপাঠী ছিল।’

র‌্যাব ১০-এর কমান্ডিং অফিসার জানান, ‘গত ২১ মার্চ রাজধানী বাড্ডা থেকে সারোয়ার তামিম গ্রুপের কয়েকজন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদকালে তারা জানায়, তাদের দলনেতা জেনি। তারা আইইডিতে গান পাউডার ব্যবহার করে সরকারি-বেসরকারি বড় স্থাপনায় হামলার পরিকল্পনা করে আসছিল। এর আগে গ্রেফতার হওয়া ১৫ জনকেই আইইডি তৈরির প্রশিক্ষণ দেয় জেনি। তার নিজে বানানো সার্কিট তৈরির একটি ড্রাফও উদ্ধার করা হয়েছে।’

জঙ্গি জেনির কাছ থেকে উদ্ধার করা আইইডি সরঞ্জাম

র‌্যাব কর্মকর্তারা জানান, সারোয়ার-তামিম গ্রুপের এই সেলটি ব্যাটারির এসিড এসিটোন ও নেইল পালিস তৈরির উপদান দিয়ে গান পাউডার তৈরি করতো। পরে একটি সার্কিটের সঙ্গে গান পাউডার যুক্ত করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর উপযোগী করে আইইডি তৈরি করেছিল। বেশি পরিমাণ গান পাউডার দিয়ে তৈরি এসব আইইডির ধ্বংস ক্ষমতাও বেশি। সার্কিটগুলো জেনির তৈরি। তার বাসা থেকে প্রচুর পরিমাণে সার্কিট উদ্ধার করা হয়েছে। র‌্যাব কর্মকর্তাদের ধারণা, অলিউজ্জামান অলি, আনোয়ার ও জেনি ২০১৪ থেকে ২০১৫ সালের কোনও এক সময়ে সারোয়ার-তামিম গ্রুপে জড়িত হয়। পরে তারাই গ্রুপের অন্য সদস্যদের মোটিভেটেড করে জঙ্গি দলে ভেড়ায়। এই গ্রুপের অনেক সদস্যের সঙ্গে সারোয়ার জাহান ও তামিমের সঙ্গে সরাসরি দেখা হয়েছে বলেও র‌্যাব কর্মকর্তারা ধারণা করছেন। বিষয়টি জানার জন্য জেনিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

জঙ্গি জেনির কাছ থেকে উদ্ধার করা আইইডি সরঞ্জাম

র‌্যাব ১০-এর একজন কর্মকর্তা জানান, ‘২১ মার্চ এই গ্রুপের প্রথম যে ৫ সদস্যকে গ্রেফতার করা হয়, সেই ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নং ২৪) দায়ের করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সেই মামলাটি র‌্যাব-১০ তদন্ত করছে। পরবর্তী সময়ে গ্রেফতার হওয়া ১০ জন ও সর্বশেষ জেনিকেও একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

উল্লেখ্য, জঙ্গি প্রতিরোধে পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিট জঙ্গিদের যে গ্রুপটিকে ‘নব্য জেএমবি’ বলছে, র‌্যাব তাদের জেএমবির ‘সারোয়ার-তামিম’ গ্রুপ বলে আসছে। র‌্যাবের দাবি, এই গ্রুপের প্রধান হলো সারোয়ার জাহান, তামিম তার অন্যতম প্রধান সহযোগী। অন্যদিকে কাউন্টার টেরোরিজম ইউনিট তামিমকে প্রধান হিসেবে আখ্যায়িত করে সরোয়ার জাহানকে তার প্রধান সহযোগী বলছে। গত বছরের ৮ অক্টোবর আশুলিয়া র‌্যাবের অভিযানের সময় পাঁচতলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে নিহত হয় সারোয়ার জাহান। এর আগে ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পাইকপাড়ায় কাউন্টার টেরোরিজম ইউনিটের এক অভিযানে দুই সহযোগীসহ নিহত হয় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম আহম্মেদ চৌধুরী।

 আরও পড়ুন: সারোয়ার-তমিম গ্রুপের বোমা বিশেষজ্ঞ পাঁচ দিনের রিমান্ডে

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া