X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘আমার ভবিষ্যৎ কে দেখবে?’

জাকিয়া আহমেদ
২৭ এপ্রিল ২০১৭, ০৩:৪৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ০৩:৫৩

 

ঢামেকের বার্ন ইউনিটে দুই হাত হারানো কলেজছাত্র সিয়াম। পাশে বাবা-মা ‘আগামী ২৫ মে আমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। সবাই পরীক্ষা দেবে আর আমি হাতকাটা হয়ে পড়ে থাকব। আমার ভবিষ্যৎ কে দেখবে? কার জন্য আমার এ অবস্থা হলো?  সেই উত্তরটা কেবল পল্লী বিদ্যুতের কাছে জানতে চাই।’  শরীয়তপুর জেলা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই হাত হারানো সিয়াম এভাবেই বাংলা ট্রিবিউনের কাছে নিজের দুর্ভাগ্যের কথা বলছিলেন।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম বলেন, ‘গত ৫ এপ্রিল  তার ছিঁড়ে যাওয়ার পর পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়। সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মজিবুর রহমানও পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়কে বিষয়টি জানান। পরদিন সকালে লাইন মেরামত করা হবে বলে জানানো হয়। কিন্তু মেরামত না করেই দুপুরে লাইনটি চালু করে পল্লী বিদ্যুৎ সমিতি। তিনি বলেন, ‘আমি সেদিন মসজিদ থেকে বাড়ি ফেরার পথে তারে জড়িয়ে যাই, এরপর আর কিছুই মনে নেই।’

সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ তলায় ব্লু ইউনিটে গিয়ে দেখা মেলে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম পরিবারের। কোনও বিছানায় জায়গা হয়নি তার। মেঝেতে বিছানা পেতে সেখানেই ছেলেকে দুপুরের খাবার খাইয়ে দিচ্ছেন মা নাজমা বেগম। খাওয়া শেষে সিয়ামের গায়ে হাত বুলিয়ে দেন বাবা ফারুক খান।

সিয়ামের বাবা ফারুক খান বলেন, ‘ছেলেটা তিনটি টিউশনি করে নিজের পড়ার খরচ চালাতো। ওই টাকা থেকে বাঁচিয়ে রেখে কিছু টাকা তার মাকে দিতো সংসার চালাতে। যে ছেলে আমাদের এভাবে সহযোগিতা করতো, সেই এখন দুই হাত হারিয়ে কোনও রকমে বেঁচে আছে। কিন্তু প্রাণে বেঁচে গেলেই কী বেঁচে থাকা বলে? এখন অন্যের সাহায্যে বেঁচে থাকতে হবে তাকে। অন্যের করুণায় চলবে তার জীবন।’

দুর্ঘটনার কথা জানতে চাইলে মা নাজমা বেগম বলেন, ‘গত ৫ এপ্রিল প্রচণ্ড ঝড় হয়। সেই ঝড়েই পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টের তার ছিঁড়ে পড়ে মাটিতে। পরদিন ৬ এপ্রিল দুপুরে বাড়ির পাশের মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় সেই তারে জড়িয়ে পড়ে সিয়াম। আমি দূর থেকে দেখি, হঠাৎ করেই রাস্তার মাঝখানে আগুন ধরে গেল আর প্রচণ্ড শব্দও হলো। চোখের পলকেই দেখলাম, সিয়াম রাস্তার পাশের পুকুরে পড়ে যাচ্ছে। দৌড়ে এসে দেখি, ওকে পানি থেকে উদ্ধার করছে লোকজন।’

সিয়ামের মা আরও বলেন, ‘দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাই তাকে। কিন্তু চিকিৎসকরা  রাখতে চাননি। উন্নত চিকিৎসার জন্য দুপুর তিনটার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসি।  রাত ৮টায় এখানে পৌঁছাই। রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত প্রথম ও গত ১২ এপ্রিলে দ্বিতীয় অপারেশন হয়। দ্বিতীয় অপারেশনে ওর বাম হাতের কিছু অংশ কেটে ফেলেন ডাক্তার। ডান হাতে ইনফেকশন থাকায় গত ১৬ এপ্রিল তার তৃতীয় অপারেশনে ডান হাতের কনুই থেকে কেটে ফেলতে হয়। দু’টি হাত হারিয়ে সিয়াম এখন পঙ্গু।’

দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক মো. হাসিব উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ এ ঘটনার দায়ে দু’জন লাইনম্যানকে ইতোমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত চলছে।’

সিয়ামের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে কিনা, জানতে চাইলে মো. হাসিব উদ্দিন বলেন, ‘আমাদের ইচ্ছা রয়েছে পরিবারটিকে কিছুটা হলেও ক্ষতিপূরণ দেওয়ার। তবে এ বিষয়ে এখনও অফিসিয়ালি কোনও সিদ্ধান্ত হয়নি।’

এই কর্মকর্তা আরও জানান, ‘সিয়ামের বাড়ির অবস্থাও ভালো না, বাবা সামান্য কাজ করেন। পরিবারটিকে আর্থিক সহয়তা করার বিষয়টি মানবিক দিক থেকেও দেখা হচ্ছে।’

/এসএমএ/ এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়