X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিটিটিসি’র গঠন ও সাম্প্রতিক দুটি অভিযান নিয়ে মনিরুল ইসলামের স্ট্যাটাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ০৬:৩৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ০৬:৪৬

সিটিটিসি ইউনিট প্রধান মনিরুল ইসলাম

সন্ত্রাস দমন বিষয়ক পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) গঠন ও তার অনুপস্থিতিতেই গত এক সপ্তাহে সংঘটিত দুটি অভিযান সম্পর্কে ইউনিটটির প্রধান মনিরুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, প্রচণ্ড চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে সিটিটিসি-র সদস্যরা কাজ করছেন। এতে তার তৈরি করা সিটিটিসি ইউনিট নিয়মতান্ত্রিকভাবে কাজ শুরু করেছে বলেও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগরে গত এক সপ্তাহের মধ্যে দুটি জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে সিটিটিসি সদস্যরা। 

পাঠকদের জন্য মনিরুল ইসলামের ওই স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো:

মনিরুল ইসলামের স্ট্যাটাস

‘১৬/০২/২০১৬ খ্রিষ্টাব্দে ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিটের প্রধান হিসেবে আমাকে বদলি করা হয়। যোগদানের পর প্রায় দুই সপ্তাহ আমি এই ইউনিটের একমাত্র সদস্য ছিলাম! তারপর এক/দু'জন করে সদস্য যোগদান করতে থাকেন। মে মাসের মাঝামাঝি সদস্য সংখ্যা দাঁড়ায় প্রায় ৩৫০ (জন) যদিও তখন পর্যন্ত কোনও ডিসি পর্যায়ের কর্মকর্তা যোগদান করেননি! এডিসি/এসিদের নিয়ে কাজ শুরু করি! শুরু থেকেই আমার প্রয়াস ছিল এই ইউনিটকে ব্যক্তিনির্ভর না করে সিস্টেম নির্ভর করা! গত সাত (৭) দিন আমি দেশের বাইরে কিন্তু এই সাতদিনে এই ইউনিট আমার অনুপস্থিতিতেই দু'টো অভিযান পরিচালনা করলো অত্যন্ত সাফল্যের সঙ্গে! তাহলে কি সিস্টেম কাজ করতে শুরু করেছে! যেহেতু ইউনিটটি নতুন তাই কোন সুবর্ণ অতীত নাই যা নিয়ে জাবর কাটা যায়, আমাদের আছে শুধু বর্তমান এবং ভবিষ্যতকে বসবাসযোগ্য রাখার নিরন্তর প্রয়াস! এই ইউনিটের সদস্যদের বসার কোনও অফিস নাই, কোন রকম জৌলুসতো দূরের কথা বরং হৃদয়বানদের দান করা গাড়িগুলোতেই তাঁরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অভিযানে ছুটে যাচ্ছে! শুধুমাত্র দেশপ্রেম এবং পেশাদারিত্বের কারণেই নানারকম সীমাবদ্ধকে ছাপিয়ে প্রাণ হাতের মুঠোয় নিয়ে কাজ করছেন এই ইউনিটের সদস্যরা! আমি এই ইউনিটের সকল সদস্যকে আবারও স্যালুট করছি!!!’

/এসএ/ টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’