X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আড়াই বছর আগে ফ্রান্স থেকে বিশ্বভ্রমণে বের হওয়া আর্থার কোথায়?

আমানুর রহমান রনি
২৮ এপ্রিল ২০১৭, ২১:০৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২১:১৩

টুরিস্ট আর্থার আঞ্জে , ছবি- মায়েভা দালিগো

পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণের জন্য প্রায় আড়াই বছর আগে ফ্রান্সের নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন আর্থার আঞ্জে (২৯)। এ সময়ে তিনি বিভিন্ন দেশে পায়ে হেঁটে ও অন্যের গাড়িতে চেপে ঘুরে বেরিয়েছেন। তবে বাংলাদেশে এসে গত জানুয়ারিতে বান্দরবানের থানচি থেকে আর্থার আঞ্জে  নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। বাংলাদেশ থেকে স্থলপথে মিয়ানমার হয়ে থাইল্যাণ্ড ও মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল আর্থারের। কিন্তু গত তিনমাস ধরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্বজনরা।

নিখোঁজ এই ফরাসি নাগরিকের চাচাতো বোন মায়েভা দালিগো বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। আর্থার আঞ্জের  নিখোঁজের বিষয়ে জানতে চাইলে মেইল বার্তায় তিনি বলেন, ‘সে আমার চাচাতো ভাই। তার সঙ্গে গত ২৮ জানুয়ারি আমাদের কথা হয়েছে। এরপর আর কথা হয়নি। সর্বশেষ কক্সবাজারের থানচিতে বন্ধুদের সঙ্গে তোলা তার ছবি ফেসবুকে দেখা গেছে। তার সঙ্গে আমার মেইলে ও স্কাইপিতে প্রতিমাসে, অথবা ১৫ দিন পরপর কথা হতো। কিন্তু গত তিনমাসে তার সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। এ বিষয়টি নিয়ে আমরা ‍খুবই উদ্বিগ্ন।’ 

বাংলাদেশি বন্ধুদের সঙ্গে আর্থার, ছবি- মায়েভা দালিগো তিনি বলেন, ‘আড়াই বছর আগে সে বাড়ি থেকে বের হয়েছে। এরমধ্যে চার থেকে পাঁচটি দেশে ভ্রমণ করেছে। তার ফেসবুক অ্যাকাউন্টের বিষয়টি এখনও পরিষ্কার না। আমরা তার অবস্থান নিশ্চিত হতে পারিনি। তদন্ত চলছে। এই মুহূর্তে কী হচ্ছে তাও বুঝতেছি না।’

মায়েভা দালিগো বলেন, ‘বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাস আমাদের সহযোগিতা করছে। তারাই বাংলাদেশ সরকারকে বিষয়টি জানিয়েছে। দূতাবাসের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আর্থার বাংলাদেশ ও সেখানকার মানুষদের অনেক পছন্দ করতো। তাদের সঙ্গে ছবিও তুলেছে।  থানছি থেকে তার মিয়ানমারে যাওয়ার কথা ছিল। এরপর সেখান থেকে থাইল্যাণ্ড ও মালয়েশিয়া যাওয়ার কথা। সর্বশেষ তাকে বান্দরবানের থানচিতেই দেখা গেছে।’

মায়েভা দালিগো বলেন, ‘গত ১২ জানুয়ারি ঢাকায়, ১৩ জানুয়ারি চট্টগ্রামে, ১৭ থেকে ২১ জানুয়ারি ফের ঢাকায়, ২২ জানুয়ারি খুলনায়, ২৬ জানুয়ারি আবারও ঢাকায় বসে  মেইল পাঠায় আর্থার। ২৭ জানুয়ারি ঢাকায় বসে এক বন্ধুকে সে ফোন করে এবং ২৮ জানুয়ারি তার অবস্থান ছিল বান্দরবানের থানচিতে । সেখান থেকে কক্সবাজারের আলিকদমে প্রজেক্টে যাওয়ার কথা ছিল। তারপর সে মিয়ানমার যাবে বলে জানিয়েছিল। তবে থানচির পর আর সে তার অবস্থান  জানায়নি। এবিষয়ে ফ্রান্স দূতাবাসের মাধ্যমে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যাণ্ড ও মালয়েশিয়াকে জানিয়েছি। এসব দেশের গণমাধ্যম ইতোমধ্যে বিভিন্ন ভাষায় তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাকে খুঁজতে ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে। সেখানে প্রায় আড়াই লাখ ভিজিটর রয়েছেন। তারাও সহযোগিতা করছেন।’

মায়েভা দালিগো আরও বলেন, ‘সে যেখানেই ভ্রমণে যেত সেখানের স্থানীয় মানুষের সঙ্গেই থাকতো। তাদের খাবার খেত। কোনও হোটেলে থাকতো না।’

আর্থার আঞ্জের খোঁজ জানতে চেয়ে ফেসবুকে বিজ্ঞাপন এদিকে আর্থারের পরিবার ঢাকায় ফরাসি দূতাবাসকে তার নিখোঁজের বিষয়টি জানিয়েছে। এরপর গত ২০ এপ্রিল দূতাবাস থেকে গণমাধ্যমে ও তাদের অফিসিয়াল ফেসবুকে আর্থারের ছবিসহ নিখোঁজের বিষয়টি প্রকাশ করে সহযোগিতা চেয়েছে। আর্থার আঞ্জের কোনও সন্ধান পেলে ফরাসি দূতাবাসের ০১৭১৩০৯০৪৫০ ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

আর্থারের বোনের তথ্য মতে, আন্তঃদেশীয় ভ্রমণের অংশ হিসেবে সাইকেলিস্ট ও ব্যাকপেকার (পিঠে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো) আর্থার আঞ্জে বাংলাদেশে এসেছিলেন। আঞ্জে  ছিলেন একজন প্রকৃত ব্যাকপেকার। তিনি একাই ভ্রমণ করেন। আঞ্জে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে এবং সময় কাটাতে পছন্দ করেন। এরপর তিনি আবারও রাস্তায় নেমে আসেন এবং নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে বের হয়ে পড়েন। তিনি নানা জাতির মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানতেও পছন্দ করেন।

এবিষয়ে বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাসে যোগাযোগ করা হলে তারা বাংলা ট্রিবিউনকে জানায়, ‘আর্থারের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।’

এবিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে আমাদের এ বিষয়ে কেউ কিছু এখনও জানায়নি। আর গত জানুয়ারিতে আমি এই থানায় ছিলামও না। তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো না।’

/এআরআর/ এপিএইচ/

আরও পড়ুন: 
ফেসবুক আগের চেয়ে বেশি তথ্য দিচ্ছে বাংলাদেশকে

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫