X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান ধর্মঘটের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৭, ০৭:২৪আপডেট : ০১ মে ২০১৭, ০৭:২৪

ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান ধর্মঘটের ঘোষণা শিক্ষা প্রতিষ্ঠানসহ চাকরি জাতীয়করণের দাবি বাস্তবায়ন না হলে লাগাতার অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। রবিবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে চতুর্থ দিনের অবস্থান ধর্মঘট চলাকালে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী মোখলেছুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।
মঙ্গলবার (২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী মোখলেছুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিনা বেতনে মানবেতন জীবনযাপন করছি। সরকার বারবার আশ্বাস দিয়েও আমাদের দাবি পূরণে উদ্যোগী হয়নি। দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়ে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয়করণের দাবিতে লাগাতার ধর্মঘটসহ ২ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।’
কর্মসূচি পালনকালে বক্তারা জানান, ১৯৯৪ সালে এক পরিপত্রের মাধ্যমে রেজিস্টার্ড বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। তবে তাদের অভিযোগ, ইবতেদায়ী শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। এছাড়া ২০১৩ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার একযোগে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করলেও ইবতেদায়ী মাদ্রাসাকে অন্তর্ভুক্ত করা হয়নি বলেও উল্লেখ করেন তারা।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মূসা ভূঁইয়া প্রমুখ।

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি