X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকরা দু’বছরের আগে বদলি হতে পারবেন না’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ মে ২০১৭, ০৩:০৮আপডেট : ০৩ মে ২০১৭, ০৩:৪৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকরা আগামী দুই বছরের আগেই নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকরা নিজ কর্মস্থল থেকে বদলি হতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘যাদের যে স্থানে পদায়ন করা হবে, আগামী দু’বছর বাধ্যতামূলক তাদের সেই স্থানে থেকেই সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে হবে। দু’বছরের আগেই কেউ নিজ কর্মস্থল থেকে বদলি হতে পারবেন না। দু’বছর পরে আপনাদের ভালো স্থানে পদায়ন করা হবে।’
মঙ্গলবার (২ মে) রাজধানীর বিএমএ মিলনায়তনে ৩৫তম বিসিএস স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে গ্রামের মানুষদের সঠিকভাবে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা  (তরুণ চিকিৎসক) গ্রামে গিয়ে এমনভাবে কাজ করবেন যেন কোনোভাবেই গ্রামের মানুষের চিকিৎসা সেবা ব্যাহত না হয়। জনগণকে সঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া আপনাদের দায়িত্ব। এ ক্ষেত্রে কোনও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।’
অনুষ্ঠানে বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা কষ্ট করে আর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আন্দোলন করবেন না। জনগণ এখন আন্দোলন চায় না; চাকরি চায়, জীবনের নিশ্চয়তা চায়। মোট কথা মানুষ খেয়ে-পরে বাঁচতে চায়।’
নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকারের ব্যবস্থা করতে হবে— বিএনপি নেতাদের এমন দাবির জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এই সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। সংবিধান অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই নির্বাচন হয়, হয়েছে, এখানেও হবে। সংবিধানের বাইরে কিছু করতে পারব না।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগ) সচিব মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সলান, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন। বাসস।

আরও পড়ুন-

‘পেটের ছেলেকে আমি চিনতেই পারিনি’

বিএমআরএ নির্বাচন: সভাপতি বাবু, সা. সম্পাদক হাকিম

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া