X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গণিত ও ইংরেজির কারণে কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ২৩:৫২আপডেট : ০৪ মে ২০১৭, ২৩:৫২

গণিত ও ইংরেজি পরীক্ষায় ৬০ হাজারের বেশি শিক্ষার্থী ফেল করায় কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। এছাড়া বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের খারাপ করায় ফলাফলও এর সঙ্গে যোগ হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিষয়টি উল্লেখ করে বলেন, ‘ইংরেজি ও গণিতের খারাপ ফলাফলের কারণে বিপর্যয় ঘটেছে। কেন এই দু’টি বিষয়ে ফলাফল খারাপ হয়েছে তা খতিয়ে দেখতে দুপুরেই সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

ফল প্রকাশের পর দেখা যায়, দশটি শিক্ষা বোর্ডে সার্বিকভাবে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অথচ কুমিল্লা শিক্ষা বোর্ডে সবচেয়ে কম ৫৯ দশমিক শূন্য ৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবছর এই বোর্ডে ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করলেও এবার করেছে পাস করেছে ৫৯ দশমিক শূন্য ৩ শতাংশ। গতবারের চেয়ে ২৪ দশমিক ৯৭ শতাংশ কম পাস করেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল খালেক বলেন, ‘গত বছর পাসের হার ছিল ৮৪ শতাংশ। কেন এবার ৫৯ শতাংশ হলো তার একটি পর্যবেক্ষণ করছি। আর ইংরেজি ও গণিতে বেশি শিক্ষার্থী ফেল কেন করেছে তা সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ফল প্রকাশের পর দেখা যায়, কুমিল্লায় বিজ্ঞান বিভাগে ৮৪ দশমিক ১৬ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৫৬ দশমিক ৫৬ শতাংশ পাস করেছে। তবে মানবিকে ৪১ দশমিক ১৪ শতাংশ পাস করে। ব্যবসায় প্রশাসনে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সার্বিকভাবে এ বোর্ডে পাসের হার কমেছে।

এ প্রসঙ্গে অধ্যাপক আব্দুল খালেক বলেন, ‘বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিতে ফেল করেছে ২৫ হাজার ৬০৬ জন। গণিতে ৩৪ হাজার ৯৮৯ জন। এই দুটো বিষয়ে কোন কোন বিদ্যালয়ে এমনটি হয়েছে তা খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এবার এক লাখ ৮২ হাজার ৯৭৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ৭৪ শতাংশ মানবিক ও ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী। আর ২৬ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের। এই তিন বিভাগে মোট এক লাখ ৮ হাজার ১১ শিক্ষার্থী পাস করেছে। আর ফেল করে ৪১ শতাংশ। এসব শিক্ষার্থীর বেশিরভাগই ইংরেজি ও গণিতে ফেল করে।

ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে সারাদেশে ফল বিপর্যয়ের প্রশ্নে প্রথমেই উঠে আসে কুমিল্লার বিষয়টি। শিক্ষামন্ত্রী সার্বিক ফল বিপর্যযয়ের তিনটি মূল কারণ উল্লেখ করেন। নতুন পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন, প্রশ্নফাঁস রোধ এবং পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ির কারণে গত বছরের চেয়ে এবার কম পাস করেছে বলে জানান মন্ত্রী।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও নতুন পরীক্ষা পদ্ধতি ও কড়াকড়ির কারণটিও কুমিল্লার ফল বিপর্যয়ের একটি কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মানার চেষ্টা করেছি। উত্তরপত্র মূল্যায়ন যথাযথভাবে করা হয়েছে। তবে ইংরেজি ও গণিতই ফল বিপর্যয়ের মূল কারণ।

/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা