X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পর্যাপ্ত সরকারি কার্যক্রম নেই থ্যালাসেমিয়া রোগীদের জন্য

জাকিয়া আহমেদ
০৯ মে ২০১৭, ২৩:৪১আপডেট : ০৯ মে ২০১৭, ২৩:৪৪

থ্যালাসেমিয়া দেশে বর্তমান সাত শতাংশ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশের মোট ১ কোটি ১০ লাখের বেশি মানুষ থ্যালাসেমিয়া রোগের জিন বহন করছে। প্রতিবছর দেশে ৭ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে এবং মারাত্মক রোগীর সংখ্যা প্রায় ৬০ হাজার। সংশ্লিষ্টরা বলছেন, থ্যালাসেমিয়া রোগীদের জন্য পর্যাপ্ত সরকারি কার্যক্রম নেই আর সরকারি সাহায্য না পেলে রোগীদের মৃত্যু ঠেকানো কষ্টকর।

মূলত থ্যালাসেমিয়া রোগীদের রক্তের লোহিত কণিকা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না এবং দ্রুত সেটি ভেঙে যায়। এ কারণে এসব রোগীরা রক্তশূণ্যতায় ভোগেন। সাধারণত ১ থেকে ২ বছরের মধ্যে শিশুদের থ্যালাসেমিয়া রোগ ধরা পরে এবং চিকিৎসা না করালে ১০ থেকে ১৫ বছরের মধ্যে রোগীরা মারা যান।

থ্যালাসেমিয়া ফাউন্ডেশন থেকে জানা যায়, প্রতিবছর সারা দেশে প্রায় ৭ হাজার শিশু জন্ম নিচ্ছে থ্যালাসেমিয়া মেজর ও ই-বিটা থ্যালাসেমিয়া নিয়ে। দেশে এই রোগে আক্রান্ত রয়েছে ৩ লাখেরও বেশি শিশু, যাদের প্রতি ২ থেকে ৪ সপ্তাহ পর পর রক্ত নিতে হয়। এক হিসেবে দেখা গেছে, দেশে সংগৃহীত রক্তের ৬০ ভাগই ব্যয় হয় থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায়।

১৭ বছরের রেজওয়ানার জন্মের কয়েকমাস পরই থ্যালাসেমিয়া ধরা পরে, আর তখন থেকেই তাকে রক্ত নিতে হয় নিয়মিত। রেজওয়ানা বলেন, ‘আমার শরীরে রক্ত জন্মায় না, যার কারণে প্রতি চারমাস পর পর রক্ত নিতে হয়। কিন্তু এত ডোনার আমাদের পক্ষে যোগাড় করা সবসময় সম্ভব হয় না।’

রেজওয়ানা আক্ষেপ করে আরও বলেন, ‘সঠিক সময়ে রক্ত না পেলে নানা ধরণের শারীরিক সমস্যা হয়। দেশের মানুষরা যদি সচেতন হতো, তাহলে আমাদের মতো মানুষগুলো রক্তের অভাবে মারা যেতো না।’

আড়াই বছর বয়সী তিতিরকে নিয়ে তার বাবা-মায়ের চিন্তার শেষ নেই। ৭ মাস বয়সেই ধরা পরে তিতির থ্যালাসেমিয়া রোগী। কিন্তু প্রতিমাসে তিতিরকে রক্ত দেওয়ার দরকার হলেও ডোনারের অভাবে প্রায়শই তাকে রক্ত দিতে পারেন না, বলে জানান তিতিরের বাবা আনোয়ারুল করিম।

তিনি বলেন, ‘পুরো মাস জুড়ে টেনশনে থাকতে হয় ডোনার ম্যানেজ হবে কিনা, মেয়েটাকে সময়মতো রক্ত দিতে পারবো তো? আবার কোনও ডোনার রক্ত দেবে বলে কথা দিলেও নানা কারণে যখন সে আসতে ব্যর্থ হয় সেই পরিস্থিতি যে কীভাবে সামাল দেই সেটা কেবল একজন বাবাই বুঝতে পারবেন। নতুন নতুন ডোনার খুঁজে বের করা খুব কষ্ট, দেশের মানুষ যদি সচেতন হয় তাহলে আমাদের সন্তানেরা বাঁচতে পারে।’

‘বাংলাদেশে রক্তদানের বিষয়টি আগের চেয়ে বাড়লেও এখনও মাত্র ৩০ শতাংশ মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন। আর বাকিরা আত্মীয়-স্বজনের প্রয়োজনে বা চাপের মুখে রক্ত দেন। ফলে থ্যালাসেমিয়া রোগীদের যে পরিমান রক্ত দরকার হয় তাতে অভিভাবকরা চাপের মুখে পরে যান’, বলছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মহাসচিব মো আব্দুর রহিম।

তিনি আরও বলেন, ‘সরকারিভাবে থ্যালাসেমিয়া প্রোগ্রাম থেকে পর্যাপ্ত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে না। অথচ পর্যাপ্ত চিকিৎসা এবং সুযোগ-সুবিধা পেলে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। থ্যালাসেমিয়া হাসপাতালে রোগীর অভিভাবকদের মাসিক আয়ের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, শতকরা ৪৪ শতাংশ রোগীর আয় ১০ হাজার টাকার নিচে এবং ২৯ শতাংশ রোগীর আয় ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে। অধিকাংশ রোগীই তাই চিকিৎসা খরচ বহন করতে পারে না।’

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের রেড সেল দরকার হয় জানিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাসুমা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন সুস্থ মানুষের রেড সেলগুলো ৮০ থেকে ১২০ দিনের মধ্যে ভেঙে যায়। কেউ যদি রক্ত নাও দান করেন তবুও সেটা শরীরে থাকে না। আর সে যদি এই রক্তটা দান করে তাহলে একজন থ্যালাসেমিক রোগী বেঁচে যায়। তাই প্রতিটি সুস্থ মানুষের কাছে আবেদন তারা যেন স্বেচ্ছায় রক্তদান করে এই সব রোগীদের পাশে দাঁড়ান।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা