X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দীর্ঘ ভোগান্তির নাম ‘চিকুনগুনিয়া’

জাকিয়া আহমেদ
১৬ মে ২০১৭, ২০:৩২আপডেট : ১৬ মে ২০১৭, ২০:৫১

চিকুনগুনিয়া বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফরোজা সোমা চিকুনগুনিয়াতে ভুগছেন অনেকদিন হলো। সোমা বাংলা ট্রিবিউনকে জানান, চিকুনগুনিয়াতে তার প্রায় ১০৪ ডিগ্রি বা তার ওপরে জ্বর হয়। সেই সঙ্গে শরীরের প্রত্যেক জয়েন্ট (গিঁট) ও  মাংসপেশীতে অসহনীয় ব্যাথা, ব্যথার কারণে হাত পায়ের আঙুল ও জয়েন্ট ফুলে যায়। অসহ্য ব্যথার কারণে হাঁটতে খুব কষ্ট হয়, যার কারণে চলতে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে।

সম্প্রতি পুনরায় রাজধানী ঢাকায় চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর এবার প্রায় একই পরিবারের একাধিক সদস্য এই জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে। সাধারণত জুন-জুলাইয়ে বর্ষা মৌসুমে চিকুনগুনিয়ার প্রার্দুভাব দেখা গেলেও চলতি বছরের শুরুতে প্রথমে এ রোগ দেখা দেয়। তবে  চলতি মাসের শুরু থেকেই ফের রাজধানীবাসী আক্রান্ত হচ্ছেন চিকুনগুনিয়াতে।

তবে এই রোগে মৃত্যুর হার একেবারেই নেই জানালেও সংশ্লিষ্টরা বলছেন, ‘চিকুনগুনিয়া দীর্ঘ ভোগান্তির নাম।’ এছাড়া হাসপাতালগুলোতেও চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, আগামী ১৭ মে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। এতে ঢাকার দুই সিটি করপোরেশন মেয়র (উত্তর ও দক্ষিণ) সিলেট, রাজশাহী, খুলনা, চট্টগ্রামের প্রধান স্বাস্থ্য প্রকৌশলী, বিমানবন্দর কর্মকর্তা এবং হাসপাতালের পরিচালকরা থাকবেন।

জানা যায়, ২০০৫ সালে ভারতে চিকুনগুনিয়া ভয়াবহ রূপ নিলে আইইডিসিআর (জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট) বাংলাদেশে জরিপ চালায়। তখন এ রোগে আক্রান্ত কোনও বাংলাদেশি পাওয়া যায়নি। পরে ২০০৮ সালে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল।

বিশ্ববিদ্যালয় শিক্ষক আফরোজা সোমা বলেন, ‘এতো ভয়াবহ এই জ্বর যে, প্রতিটি দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়েছে। সারা গায়ে ছিল লাল র‌্যাশ। আর এসব র‌্যাশ প্রথমদিকে খুব চুলকায়।’ তবে চিকুনগুনিয়ায় আক্রান্ত ছোট বোনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ছোট বোনের গলাব্যথা ছিল না তবে জ্বরের প্রথম থেকেই তার বুকে ব্যথা হয়েছিল।’

আরেক ভুক্তভোগী নুসরাত জাহান গত নভেম্বর থেকে চলতি মে মাস পর্যন্ত চিকুনগুনিয়াতে ভুগেছেন জানিয়ে বলেন, ‘যত থেরাপিই দেওয়া হোক, এই ভয়াবহ ব্যথা অনেক মাস পর্যন্ত ভোগায়। হাত পা এত ফুলেছিল যে, আমার হাঁটাচলাই বন্ধ হয়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম হুইল চেয়ার ছাড়া বোধহয় আর গতি নেই!’

চিকিৎসকরা বলছেন, ‘চিকুনগুনিয়ার অন্যতম উপসর্গ হচ্ছে প্রচণ্ড জ্বর, যেটা ১০৪ থেকে ১০৫ ডিগ্রি কিংবা কখনও কখনও তারও বেশি হতে পারে। পাশাপাশি সর্দি, হাত ও পায়ের গিঁটে ব্যথা বা ফোসকা পড়ার মতো লক্ষণগুলোও দেখা যায়। এ রোগে অনেক সময় ব্যথায় শরীর বেঁকে যায় বলে স্থানীয়ভাবে এটাকে ‘ল্যাংড়া জ্বর’ বলেও অভিহিত করা হয়। এছাড়া মাথাব্যথা, গায়ের কোনও কোনও অংশে র‌্যাশ ওঠা চিকুনগুনিয়ার লক্ষণ।’ আর চিকুনগুনিয়া জ্বরের কোনও টিকা এখনও আবিষ্কৃত হয়নি বলেও জানান তারা।

চিকিৎসকরা জানান, চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা। এই রোগে আক্রান্ত কাউকে কামড়ানোর পর কোনও মশা অন্য কাউকে কামড়ালেও ওই ব্যক্তিও চিকুনগুনিয়ায় আক্রান্ত হবেন। এ কারণেই চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীকে যেন মশা কামড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আজই (সোমবার, ১৫ মে) চিকুনগুনিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গাইডলাইন তৈরি করে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছি। তারা গাইডলাইন দেখে আমাদের ফিডব্যাক দেবেন। পরবর্তীতে সেই চিকিৎসা গাইডলাইন দেশের সব হাসপাতালের পরিচালক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে।’

তবে ব্যক্তিগত সচেতনতাই চিকুনগুনিয়া ভাইরাস সংক্রমণ প্রতিরোধের প্রধান উপায় বলে জানিয়ে অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, ‘মশার কামড় থেকে সুরক্ষাই চিকুনগুনিয়া থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায়। রাতের বেলায় মশারি টানিয়ে ঘুমানো, জানালায় নেট ব্যবহার করা, প্রয়োজন ছাড়া দরজা-জানালা খোলা না রাখা, শরীরে মশা প্রতিরোধক ক্রিম ব্যবহার করা, এগুলোর মাধ্যমেই এই রোগ প্রতিরোধ সম্ভব।’

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট’ (আইইডিসিআর) এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সপ্তাহে ৭ থেকে ১০টি করে রিপোর্ট আমরা প্রতিদিনই পাচ্ছি।’ রোগীদের কী ধরণের প্রতিষেধক নেওয়া দরকার জানতে চাইলে তিনি বলেন, ‘রোগী প্রথম দশদিন কেবলই প্যারাসিটামল খাবে আর কিছু না। কারণ প্যারাসিটামল ছাড়া অন্যসব ব্যথার ওষুধের শরীরের নানাবিধ ক্ষতি করে।’ চিকুনগুনিয়ায় মৃত্যু হয় না জানিয়ে তিনি বলেন, ‘সাধারণত ভোগান্তিটাই বেশি হয় চিকুনগুনিয়ায়।’
/এমও/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন