X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ক্যান্সারের চিকিৎসায় ডেঙ্গু রোগীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৭, ১৮:৫৩আপডেট : ১৮ মে ২০১৭, ২৩:০৮

সেন্ট্রাল হাসপাতাল রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপতালটিতে ভর্তি হলেও তাকে দেওয়া হয়েছে ক্যান্সারের চিকিৎসা। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের সহপাঠীরা হাসপাতালে এসে ভাঙচুর চালান। ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কনসালট্যান্ট সার্জন মতিওর রহমান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।
জানা গেছে, ঢাবির মৃত ওই শিক্ষার্থীর নাম আফিয়া জাহিন চৈতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার (১৭ মে) সকালে তিনি অধ্যাপক শেখ এ বি এম আব্দুল্লাহ’র অধীনে ভর্তি হন সেন্ট্রাল হাসপাতালে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চৈতিকে দেওয়া হয় ক্যান্সারের চিকিৎসা। বুধবার রোগীর রক্ত পরীক্ষার এক রিপোর্টে রক্তে ডেঙ্গুর উপস্থিতি ছিল না বলে উল্লেখ করা হয়েছে। ওই দিনই অন্য এক রিপোর্টে ‘অ্যাকিউট মায়োব্লাস্টিক লিউকোমিয়া’ ধরা পড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

রক্ত পরীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে ‘অ্যাকিউট মায়োব্লাস্টিক লিউকোমিয়া’ বা ব্লাড ক্যান্সারের কথা

চৈতির বড় ভাই নাফিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল (বুধবার) সকালে চৈতি ভর্তি হয় সেন্ট্রাল হাসপাতালে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যায় আমাদের জানানো হয় যে চৈতির ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। রাত ৪টার দিকে ওর অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে নেয় কর্তৃপক্ষ। পরে আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে আমাদের জানানো হয়, চৈতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল আমাদের ছাত্রীকে বলা হয়েছিল যে তার ব্লাড ক্যান্সার হয়েছে। ছাত্রীর সঙ্গে থাকা বড় বোনকে বলা হয়েছে, ‘রোগীর ব্লাড ক্যান্সার। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন।’ অথচ আজ ১১টার পর বলেছে সে ডেঙ্গুতে আক্রান্ত ছিল।’
হাসপাতালের পরীক্ষায় স্পষ্ট ‘অ্যাকিউট মায়োব্লাস্টিক লিউকোমিয়া’ ধরা পড়েছে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের পরীক্ষায় স্পষ্ট লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারের কথা লেখা আছে। অন্য কোনও রোগের কথা বলা ছিল না। এত স্ট্রং স্টেটমেন্টের পর পরীক্ষা-নিরীক্ষায় সময় অন্য রোগের আশঙ্কার দাবি টেকে না।’
হাসপাতালে মৃত শিক্ষার্থীর স্বজনদের কান্না ঢাবির এই অধ্যাপক আরও বলেন, ‘যিনি এই রিপোর্ট করেছেন, তিনি সঠিক রিপোর্ট করেননি। তাদের এ ধরনের রিপোর্ট করার দক্ষতা রয়েছে কিনা, সেটা নিয়েই প্রশ্ন আছে। ওই রিপোর্ট গ্রহণযোগ্য নয়, এটা প্রশ্নবিদ্ধ হওয়া উচিত। যে ডাক্তার বলেছেন, ব্লাড ক্যান্সার হয়েছে, তিনি যেন অন্য কোনও রোগীর মৃত্যুকে ত্বরান্বিত না করেন, এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের চাওয়া।’
চৈতির স্বজনরা বলছেন, দুপুরের দিকেই চৈতি ‘ক্লিনিক্যালি ডেড’ থাকলেও হাসপাতাল থেকে চৈতির মৃত্যুর খবর জানানো হয় বিকাল সাড়ে ৫টার দিকে। এরপরই চৈতির সহপাঠীরা এসে হাসপাতালে ভাঙচুর চালায়। এসময় তারা সেন্ট্রাল হাসপাতাল বন্ধ রাখা ও সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স বাতিলসহ নয় দফা দাবি জানান। তাদের দাবির মধ্যে আরও রয়েছে হাসপাতালের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মৃত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, চিকিৎসক ও নার্সদের অবহেলার শাস্তি, ভুল রিপোর্টের শাস্তি, মৃত শিক্ষার্থীর বড় বোনের পড়ালেখার খরচ বহন এবং প্রতিটি শিক্ষার্থীর চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করা।
হাসপাতালে ভাঙচুর এদিকে, এই ঘটনায় সংশ্লিষ্টদের অভিজ্ঞতার অভাবকে দায়ী করে গাফিলতি ও ভুল স্বীকার করেছেন সেন্ট্রাল হাসপাতালের হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কনসালট্যান্ট সার্জন মতিওর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ‘অভিজ্ঞতার অভাবেই এই ঘটনা ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘রোগী ভর্তির সময় তার রক্তের প্লাটিলেট কাউন্ট ছিল মাত্র ১৬ হাজার। এ অবস্থায় কোনও রোগীকে ওয়ার্ডে রাখাটা ছিল গাফিলতি।’

হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিওর রহমান সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনা তদন্তে আগামীকাল (শুক্রবার) তিন সদস্যের কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি স্বীকার করছেন কিনা, জানতে চাইলে মতিওর রহমান সাংবাদিকদের বলেন, ‘গাফিলতির প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেবো। গাফিলতি হয়েছে কিনা, তাও খুঁজে বের করব।’


ধানমন্ডি থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুল চিকিৎসায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে- এ অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করবে বলে আমরা জেনেছি।’
/জেএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!