X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভুল চিকিৎসায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: এক আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৭, ১৮:৩৬আপডেট : ১৯ মে ২০১৭, ২০:২৬

সেন্ট্রাল হাসপাতাল

ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেমের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৯ মে) বিকাল চারটার দিকে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এক হাজার টাকা বন্ডে এবং স্থানীয় দুজন জামিনদারের জিম্মায় জামিনের আবেদন মঞ্জুর করেন। এই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মকবুল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার এম এ কাশেমকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে ধানমন্ডি থানার পুলিশ।

এদিকে, এম এ কাশেম তার আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরুর মাধ্যমে জামিনের আবেদন করেন। জামিন শুনানিতে কাজী নজিবুল্লাহ হিরু আদালতকে বলেন, ‘গ্রেফতারকৃত ডা. এম এ কাশেমের বিরুদ্ধে যে আভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ আসামি নির্দোষ ও নিরীহ। তার বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে, তা জামিনযোগ্য। তাই আসামির জামিন মঞ্জুর করার আবেদন করছি।’

এসময় রাষ্ট্রপক্ষে সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মকবুল হোসেন আসামির জামিন আবেদনের বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, ‘এই মামলা স্পর্শকাতর, তাই জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আবেদন জানাচ্ছি।’

বৃহস্পতিবার (১৮ মে) রাতে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেম ও ডা. সাজিদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তবে আজ  (শুক্রবার) শুধু ডা. এম এ কাশেমকে আদালতে হাজির করা হয়। ভুল চিকিৎসায় ঢাবি শিক্ষার্থী আফিয়া জাহিন চৈতি মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিকালে  ধানমণ্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, আফিয়া জাহিন চৈতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হলেও তাকে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের সহপাঠীরা ওই হাসপাতালে এসে ভাঙচুর করেন। ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কনসালট্যান্ট সার্জন মতিওর রহমান।

/এসআইটি/এমএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি