X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মা মর্গে, মেয়ে নবজাতক ইউনিটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১০:৪১আপডেট : ২৩ মে ২০১৭, ১১:২৩

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আহত নবজাতক রাজধানীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর লাশ এবং ২০ দিন বয়সী এক নবজাতককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। হোটেল আল শাহিনের একটি কক্ষের তালা ভেঙে  তাদের উদ্ধার করা হয়।

ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের পর জানিয়েছেন চিকিৎসকরা। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করা হয়েছে শিশুটিকে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা থানা পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের কেউ বলতে পারছে না।

হোটেলের নিবন্ধন খাতায় পুরনো তালিকা খুঁজে দেখা যায়, ওই নারী যার সঙ্গে হোটেলে উঠছিলেন তার নাম নিবন্ধন করেননি ম্যানেজার। তাই পরিচয়ও জানা যায়নি। একারণে হোটেলের দুই মালিক ও ম্যানেজারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত তিনটার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে  নবজাতকসহ হোটেল আল শাহিনে ওঠেন তারা। পরদিন রবিবার রাত ১২ টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। হোটেলের ম্যানেজারের বরাত দিয়ে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “তারা (গেস্ট) রাতে  এসে বলেন, ‘আমরা খুব ক্লান্ত, বাচ্চা অসুস্থ। কান্না করছে। আমরা আগে রুমে যাই। তারপর রুম ভাড়া ও হোটেলের তথ্য ফরম পূরণ করে দেবো।’ তখন ম্যানেজার ও বয় তাদের রুমের চাবি দিয়ে দেন। তারা চারতলায় চলে যান। তাদের কোনও নাম-ঠিকানা হোটেলের রেজিস্টার খাতায় লেখা হয়নি।’’

ম্যানেজারের বরাত দিয়ে তিনি আরও জানান, রবিবার সকালে ম্যানেজার একবার চতুর্থ তলায় গিয়ে রুমটিতে তালাবদ্ধ দেখেন। তিনি ভেবেছিলেন হয়তো তারা বাইরে গেছেন, আবারও আসবেন। এসে ভাড়ার টাকা দেবেন। এভাবে দিন চলে যায়। কিন্তু অতিথিদের কোনও খবর নেই। রুমে তখনও তালাবদ্ধ। রবিবার রাতে ম্যানেজার ওই রুমের সামনে যান। তিনি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তিনি ডাকাডাকি করলেও কেউ কোনও সারা দেননি। এরপর রাতে হোটেলের ম্যানেজার পল্টন থানায় ফোন দিয়ে বিষয়টি জানান। রাত ১২টার দিকে পুলিশ হোটেল আল শাহিনে যায়।

এসআই সাইফুল বলেন, ‘আমরা তালা ভেঙে দেখতে পাই, ওই নারী স্যালোয়ার কামিজ পরা গলায় ওড়না প্যাচানো, খাটের ওপরে পড়ে আছেন। নবজাতকটি নড়চড়া করছে। তবে তার ঘাড়ে ও মাথায় আঘাত। তখন আমাদের ওসি স্যার নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে এসআই সবিরকে দিয়ে ঢামেক হাসপাতালে পাঠান। অপরদিকে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রবিবার দিনগত রাত দুটার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

এসআই সবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নবজাতকটিকে নিয়ে ঢামেক হাসপাতালে যাই। চিকিৎসকরা দ্রুত তাকে শিশু ওয়ার্ডের নবজাতক শাখায় নিয়ে  চিকিৎসা শুরু করেন। চিকিৎসকরা তখন শিশুটির বয়স এক সপ্তাহ হয়েছে বলে ধারণা করেছিলেন। নবজাতকের প্রয়োজনীয় ওষুধপত্র হাসপাতাল দিয়েছে। কিছু ওষুধ আমি বাইরে থেকে কিনেছি। এমনকি একজন চিকিৎসকও টাকা দিয়েছেন। বর্তমানে শিশুটি চোখ খুলে তাকাচ্ছে। দেখা যাক কী হয়।’

ঢামেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকির হোসেন জানান,  ‘শিশুটির বয়স আনুমানিক ২০ দিন। সে নবজাতক ইউনিটে ভর্তি রয়েছে। তার বাম গালে ও ঘাড়ে ক্ষত রয়েছে। ক্ষতস্থানে ইনফেকশন হয়ে তা রক্তের সঙ্গে মিশে গেছে। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অধ্যাপক মনিষা ব্যানার্জীর অধীনে সে চিকিৎসাধীন রয়েছে।’

এদিকে নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। তার পরনে কামিজ ও  গোলাপী স্যালোয়ার। গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ খাটের ওপরে পড়া ছিল। সোমবার ময়নাতদন্ত শেষে  চিকিৎসক সহকারী অধ্যাপক আবুল খায়ের মো. শফিউজ্জামান  জানিয়েছেন, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এসআই সাইফুল বলেন, ‘কক্ষটি থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতরে নবজাতকের দুটি কাঁথা, ওই নারীর একটি বোরকা, একটি তোয়ালে ও ব্যবহৃত কসমেটিকস উদ্ধার করা হয়েছে। তবে কোনও মোবাইল, পরিচয়পত্র বা ইলেক্ট্রনিক্স  ডিভাইস পাওয়া যায়নি। যা দিয়ে সহজে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যেতো।’

তিনি বলেন, ‘আমরা ওই নারীর ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। আশা করছি, দ্রুত রহস্য উদঘাটন করতে সক্ষম হবো।’

অপরদিকে, ঘটনার পর হোটেলের দুই মালিক  জেসমিন আক্তার (৩০) ও মো. শহীদ মোল্লা এবং ম্যানেজার তোফাজ্জল ও হোটেল বয় শাহ পরানকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। এই ঘটনার সঙ্গে তাদের  জড়িত থাকার সন্দেহের কথা উল্লেখ করে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

/এআরআর/এআইবি/ এফএস/  এপিএইচ/



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী