X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘অর্থনৈতিক উন্নতি না হওয়ায় সমাজে বিভক্তি তৈরি হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ২২:৩২আপডেট : ২৩ মে ২০১৭, ২২:৩২

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা বহুপাক্ষিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া এবং সমাজের সব স্তরের মানুষের অর্থনৈতিক উন্নতি না হওয়ার কারণে সমাজে বিভক্তি তৈরি হয়, বলে জানিয়েছেন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা। মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউিট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে ‘বিভক্ত সমাজে একীভূতকরণ, গণতন্ত্র ও সুশাসন উন্নয়ন: শ্রীলংকার অভিজ্ঞতা’ বিষয়ক এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজে এ বিভক্তি দূর করার জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং ভিশনারি নেতৃত্ব দরকার উল্লেখ করে শ্রীলংকার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘বঞ্চিত সংখ্যালঘুরা তাদের দাবি আদায়ের জন্য অনেক সময়ে সহিংসতার আশ্রয় নিয়ে থাকেন। তাদের বহুমুখী দাবির প্রতি শ্রদ্ধা জানানো হলে সমাজে বিভক্তি হয় না।’ এসময় সমাজের এ বহুমুখীতাকে শ্রদ্ধা জানানোর ওপর জোর দেন তিনি।
দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট সংখ্যালঘুদের বৈষম্য এবং বঞ্চনা শুধুমাত্র অর্থনৈতিক দৃষ্টিতে না দেখে সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে দেখারও আহ্বান জানান।
দক্ষিণ এশিয়ার উদাহারণ দিয়ে তিনি বলেন, ‘এখানে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের উত্থান ঘটছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর মূল কারণ খুঁজে বের করে এ সমস্যার সমাধান সম্ভব। গত তিন দশক ধরে আমরা (শ্রীলংকা) সন্ত্রাসবাদের শিকার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশও এর শিকার হয়েছে এবং ইউরোপ ও আমেরিকাতে এর প্রথম ঢেউ পরিলক্ষিত হচ্ছে।’

ম্যানচেস্টারের গতকালের বোমা বিস্ফোরণ এবং এর আগে লন্ডন ও প্যারিসের সন্ত্রাসী ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ এখন একটি বড় আকারের চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে।’

ভারত ও চীনের দ্বিমুখি প্রভাব শ্রীলংকা কিভাবে সামাল দেয় জানতে চাইলে তিনি বলেন, ‘শ্রীলংকার কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এর বন্দরগুলির অবস্থান। গত সরকারের সময়ে গভীর সমুদ্র বন্দর বানানোর জন্য চীনকে কাজ দেওয়া হয় এবং পরে চীনকে সেটি লিজ দেওয়া হয়। আমার ধারণা এখন কলম্বো পোর্টের ব্যবস্থাপনার কাজ ভারতকে দেওয়ার মধ্য দিয়ে একটি ভারসাম্য আনা হবে।’

/এসএসজেড/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি