X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সশস্ত্র ইউনিট চায় দুদক

রাফসান জানি
২৪ মে ২০১৭, ২৩:৫১আপডেট : ২৫ মে ২০১৭, ০১:৩৫

দুদক নিজস্ব সশস্ত্র ইউনিট গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাজে গতি আনা, নিজেদের নিরাপত্তাসহ বেশ কিছু কারণে এই পরিকল্পনা নেওয়া হয়েছে, বুধবার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন দুদকের সচিব আবু মো.মোস্তফা কামাল।
বুধবার (২৪ মে) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছে দুদক। এই প্রতিবেদনে সাতটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা বলা হয়।
এসব পরিকল্পনার মধ্যে রয়েছে, পাঁচ বছর মেয়াদি (২০১৭-২০২১) দুদকের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, দুর্নীতি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য নিজস্ব গোয়েন্দা ইউনিট গঠন, ইউনিট পরিচালনার জন্য বিধি-বিধান প্রণয়ন, একটি পূর্ণাঙ্গ অপারেশনাল ম্যানুয়াল প্রণয়ন, একটি সশস্ত্র ইউনিট গঠন, হাজতখানা স্থাপন, সম্পদ পুনরুদ্ধার ইউনিট গঠন, দুর্নীতিপ্রবণ দফতরগুলোতে নজরদারি বাড়ানো। কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও গণমাধ্যম-কর্মীদেরকে দুর্নীতির উৎস শনাক্তকরণ, অনুসন্ধান ও প্রতিরোধে প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তোলা।
উল্লেখ্য, ২০১৬ সালে ৪৫টি ক্যাটাগরিতে ৮০৮ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দিয়েছে দুদক।
রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন প্রদানের পর নিজেদের সশস্ত্র ইউনিট গঠনের বিষয়ে দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরাতো অপরাধীদের গ্রেফতার করি। তাদের কোর্টে নিতে হয়, আবার অফিসে আনতে হয়। রিমান্ডে নিয়ে রাখতে হয়। পাহারা দেওয়ার ব্যাপার থাকে। ফাঁদ পেতে আসামি ধরতে হয়। কখনও কখনও রিস্কি ইনভেস্টিগেশনে যেতে হয়। এসব বিষয়ে আসামি ও দুদক কর্মকর্তাদের প্রটেকশনের বিষয়টিও মাথায় রাখতে হয়। এই বিষয়গুলো বিবেচনা করে সশস্ত্র ইউনিট গঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।’
দুদকের অভিযান পরিচালনার ক্ষেত্রে এ এতদিন সহায়তা করে আসছিল পুলিশ। ইচ্ছে থাকা সত্ত্বেও পুলিশ অনেক সময় দুদকের কাজে কো-অপারেট করতে পারে না বলে জানান দুদক সচিব। তিনি বলেন, ‘আমরা এই কাজগুলো এতদিন পুলিশের সাহায্য নিয়ে করে আসছি। পুলিশও আমাদের যথাসাধ্য সহযোগিতা করেছে। কিন্তু কখনও কখনও তাদের যথা সময়ে পাওয়া যায় না। পুলিশ নিজেরাই অনেক ব্যস্ত থাকে। তাই আমাদের আর্মস ইউনিট থাকলে এই সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে না।’
সশস্ত্র ইউনিট গঠনে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন,‘আমরা দুটো কাজ করেছি।আলাদা সশস্ত্র ইউনিট গঠনের জন্য কেবিনেট ডিভিশনে লিখেছি।কেবিনেট আবার এ বিষয়ে রিকোয়েস্ট করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে লিখেছে।সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আরেকটি হচ্ছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে পুলিশ থেকে কিছু জনবল আমাদের সঙ্গে সংযুক্ত করার জন্য চিঠি লিখেছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছে এবং রেডি আছে। তাদের বাসস্থান তৈরির কাজ চলছে। আমাদের হাজতখানা তৈরির কাজও চলছে। এটা হয়ে গেলে পুলিশ চলে আসবে।’
দুদকের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শুনে রাষ্ট্রপতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি আমাদের কথা শুনেছেন। আমাদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।’
রাষ্ট্রপতির কাছে দুদকের পেশ করা ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদনে বিভিন্ন কাজের হিসাব ছাড়াও সরকারের কতিপয় দফতরের দুর্নীতি প্রতিরোধ, তথা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ১০টি খাতে মোট ৬৫টি সুপারিশ করেছে কমিশন।

আরও পড়ুন-

রাষ্ট্রপতির কাছে দুদকের বার্ষিক প্রতিবেদন পেশ

লঞ্চডুবিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিষয়ে সিদ্ধান্ত রবিবার

সাংবাদিক শিমুল হত্যা মামলায় জামিন মেলেনি মেয়র মিরুর






/আরজে/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!