X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জালিয়াতদের আস্তানা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৮:২৫আপডেট : ২৫ মে ২০১৭, ১৮:২৫

শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যাপক আনু মুহাম্মদ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এখন বহুজাতিক কোম্পানিসহ লুটেরা জালিয়াতদের আস্তানায় পরিণত হয়েছে, বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জাতীয় কমিটির এ দুই নেতা এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, ‘জ্বালানি ও জাতীয় নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি, জাতীয় স্বার্থবিরোধী বিভিন্ন তৎপরতায় অতীতে যারা যুক্ত ছিলেন এবং বর্তমানে যারা যুক্ত আছেন তাদের অপরাধ ক্ষমার অযোগ্য। যুদ্ধাপরাধীদের বিচারের মতোই জ্বালানি অপরাধীদের বিচার এখন আমাদের কর্তব্য।’

জাতীয় কমিটির এ দুই নেতা বলেন, ‘সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কে জনগণকে দিচ্ছে ভুল তথ্য। যে কারণে বিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিসংখ্যানের সঙ্গে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং মেলে না।’

সম্প্রতি মার্কিন কোম্পানি শেভরন নিজেদের ইচ্ছামতো চীনা একটি অদক্ষ কোম্পানির কাছে বাংলাদেশের সবচাইতে সমৃদ্ধ গ্যাস ব্লক বিক্রি করেছে উল্লেখ করে বিবৃতিতে তারা আরও বলেন, “এক্ষেত্রে সরকার ‘কিছুই জানি না’ বলে দায়িত্ব এড়াতে চাইছে কিন্তু এটা যে দুর্নীতিযুক্ত বোঝাপড়ার মাধ্যমেই সম্পন্ন হয়েছে তা সহজবোধ্য। এই মার্কিন কোম্পানি শেভরনকে সরকার অনেক বাড়তি সুবিধা দিয়েছে। ১৯৯৭ সালে ১৪ জুন মাগুড়ছড়া বিস্ফোরণের মধ্য দিয়ে বাংলাদেশের কমপক্ষে ২৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্টের দায় দায়িত্ব শেভরনের, সে বিষয়ে ফয়সালা করবার কোনো উদ্যোগ সরকার গ্রহণ করেনি। এই ক্ষতিপূরণ আদায় করে জাতীয় সংস্থার হাতে গ্যাস ক্ষেত্র ফিরিয়ে আনাই ছিলো যথাযথ।’

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ