X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইংলিশ মিডিয়াম স্কুলে ৩ মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৮:৩৯আপডেট : ২৫ মে ২০১৭, ১৮:৪১

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আগামী তিন মাসের মধ্যে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষা বিধিমালা গঠন নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এছাড়া, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ সব জাতীয় দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্কুলের শিক্ষার্থীদের কাছে থেকে সেশন ফি নেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। আদালত আগামী এক মাসের মধ্যে সব স্কুলকে এই নির্দেশ অবহিত করার জন্য মন্ত্রণালয়কে সার্কুলার জারির নির্দেশনা দিয়েছেন। আদালত বলেছেন, ১৯৬২ সালের বেসরকারি বিদ্যালয় নিবন্ধন অধ্যাদেশ ও ২০০৭ সালের বেসরকারি বিদ্যালয় নিবন্ধন নীতিমালা অনুযায়ী দেশের প্রতিটি ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানে (প্লে গ্রুপ থেকে ‘এ’-লেভেল পর্যন্ত) ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
ইংলিশ মিডিয়াম স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবকের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালতের জারি করার রুলের শুনানির পর রায়ে এসব নির্দেশনা দেন হাইকোর্ট। আদালতের রায়ে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য ২০টি নির্দেশনা দেওয়া হয়। রায়ে বলা হয়, ইংলিশ মিডিয়াম স্কুলের যাবতীয় কার্যক্রম ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হবে, সেখানে অবশ্যই অভিভাবকদের প্রতিনিধি উপস্থিত থাকতে হবে।
আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর, সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও সূচীরা হোসাইন। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক।
এর আগে, গত ৫ এপ্রিল এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখা হয়। বৃহস্পতিবার ২০টি দিকনির্দেশনা দিয়ে মামলার রায় ঘোষণা করেন আদালত।
রিটকারীর পক্ষে আইনজীবী অনীক আর হক বলেন, ‘আদালতের রায়ে দেওয়া নির্দেশনায় দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। এছাড়া, ইংলিশ মিডিয়ামে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে বাংলা পড়তে ও লিখতে শেখানো বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে, যেন শিশুরা বাংলা বলতে দ্বিধাবোধ না করে। তৃতীয়ত, শিশুদের জাতীয় দিবস পালনের পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য শেখাতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সেশন চার্জ নেওয়া যাবে না উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, কোন স্কুলে ভর্তি ফি কত হবে, তা আইনে বলা আছে। আইনে সেশন ফি’র কথা উল্লেখ না থাকায় তা নেওয়া বেআইনি হবে।’
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে ইংলিশ মিডিয়াম স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক জাভেদ ফারুক শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে শিক্ষা বিধিমালা গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটে শিক্ষা সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিফতরের মহাপরিচালক ও দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।
এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই বছরেরই ২৩ এপ্রিল ইংলিশ মিডিয়াম স্কুলের প্লে গ্রুপ থেকে ‘এ’-লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে কেন শিক্ষা বিধিমালা গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ গ্রহণের ক্ষেত্রে বিবাদীদের মনিটরিং সেল গঠনের নির্দেশনা কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছিল।
/এমটি/ইউআই/টিআর/

সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা