X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিম্ন আদালতে ২৮ লাখ মামলা আটকে আছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৯:৫৮আপডেট : ২৫ মে ২০১৭, ২০:০১

 

আইনমন্ত্রী আনিসুল হক (ছবি: সংগৃহীত) মামলাজটের কবল থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘জেলা পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে কাজ করার জন্য কোনও অফিস না থাকায় জনগণ সুফল পাচ্ছিল না। নিম্ন আদালতগুলোয় প্রায় ২৮ লাখ মামলাজট রয়েছে। এই মামলাজট নিরসনে জেলা ‘লিগ্যাল এইড অফিসগুলো’কে এডিআরের কেন্দ্র হিসেবে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ সংশোধন করা হয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘মামলা জট নিরসনে জেলা লিগ্যাল এইড অফিসের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের মানোন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সংশোধিত আইনে জেলা লিগ্যাল এইড অফিসারকে এডিআরের মাধ্যমে যেকোনও বিরোধ নিষ্পত্তির জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে লিগ্যাল এইড কমিটি গঠন করে বিরোধগুলো  জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে জেলা লিগ্যাল এইড অফিসারের মধ্যস্থতায় আপস-মীমাংসার ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষমতা কার্যকর করতে দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার সংশোধনী বিল আকারে বর্তমানে জাতীয় সংসদে পাসের অপেক্ষায় রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এটি কার্যকর হলে মামলা জট কমার পাশাপাশি জনগণ অল্প সময়ে, অল্প ব্যয়ে ও সহজে বিচার সেবা পাবে।’

যেকোনও বিরোধ মামলায় রূপ নেওয়ার আগেই এডিআরের মাধ্যমে নিষ্পত্তি হলে সময় ও অর্থের অপচয় রোধ করা সম্ভব উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘সরকার এডিআর ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে শুধু বিচার ব্যবস্থাই নয়। বরং তা দেশের বিভিন্ন সেক্টরে ইতিবাচক ভূমিকা রাখবে।’

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও অতিরিক্ত সচিব  মো. মোস্তাফিজুর রহমানও বক্তব্য রাখেন।

/এসআই/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!