X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুই তরুণীর সঙ্গে কথা ছাড়াই ধর্ষণের তদন্ত করছে কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ২৩:৩৪আপডেট : ২৫ মে ২০১৭, ২৩:৫২

হেটেল রেইনট্রি কর্তৃপক্ষের দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ব্রিফ রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণী ও আসামিদের সঙ্গে কোনও কথা না বলেই চলছে মানবাধিকার কমিশনের তদন্ত। কমিটি গঠনের ১৬ দিন পর হোটেল রেইনট্রি কর্তৃপক্ষের দু’জনের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি। পুলিশের বক্তব্য নেবে আগামী ৪ জুন। এরপর মানবাধিকার কমিশনে প্রতিবেদন দাখিল করবে কমিটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) মানবাধিকার কমিশনের গঠন করা তদন্ত কমিটি দ্য রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন ও জেনারেল ম্যানেজার ফ্রাংক ফরগেটকে জিজ্ঞাসাবাদ করেছে। একইদিন তথ্য অনুসন্ধানের জন্য গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ ও বনানী থানার ওসি ফরমান আলীকেও জিজ্ঞসাবাদ করার কথা ছিল। কিন্তু পুলিশের এই দুই কর্মকর্তা কমিশনে উপস্থিত না হয়ে সময় চেয়েছেন।
তদন্ত কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম বলেন, ‘এখনও আমরা ভিকটিমের বক্তব্য নেইনি। সমাজ ব্যবস্থা বিবেচনা করে তাদের বক্তব্য নেওয়ার বিষয়টা সফটলি দেখার চেষ্ঠা করছি। যোগাযোগ করে আনুষ্ঠানিক বা অনানু্ষ্ঠানিকভাবে  তাদের বক্তব্য নেওয়ার চেষ্ঠা করবো।’
অন্যদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের ব্যাপারে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘এখনও কোনও সিদ্ধান্ত নেইনি। আগামী ৪ জুন কমিটির সভায় হয়তো সিদ্ধান্ত নিতে পারি।’

কমিটির সভার পর খুব শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে বলে সাংবাদিকদের জানান তিনি। সেই হিসেবে ধর্ষণের শিকার দুই তরুণী ও অভিযুক্তদের বক্তব্য নেওয়ার সময় খুব কমই থাকছে  তদন্ত কমিটির হাতে। 

বৃহস্পতিার মানবাধিকার কমিশনের কার্যালয়ে রেইনট্রি হোটেল কর্তৃপক্ষের কাছে কি জানতে চাওয়া হয়েছিল জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক বলেন, ‘ঘটনায় রেইনট্রি কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা কতটুকু তা জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে কী করে দু’জনের নামে বুকিং করে অন্যরা থাকলেন, তার পারিপার্শিকতা জানতে চেয়েছি। অস্ত্র কিভাবে হোটেলের ভেতরে গেল সেটাও জানতে চেয়েছি।’

জবাবে তারা কী জানিয়েছেন জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘কিছু তথ্য দরকার ছিল, যা তাদের কাছে জানতে চেয়েছি। তারা তাদের মতো করে উত্তর দিয়েছেন। আমরা তাদের বক্তব্যে একমত নাও হতে পারি। তথ্য পর্যালোচনা করছি।’

তিনি জানান, অস্ত্র ভেতরে নিয়ে যাওয়ার প্রসঙ্গে রেইনট্রি কর্তৃপক্ষ তদন্ত কমিটিকে জানিয়েছে, অস্ত্র ফ্রন্ট ডেস্কে রেখে দেওয়া হয়েছিল, হোটেলের নিয়মানুযায়ী অস্ত্র নিয়ে ভেতরে নিতে দেওয়া হয়নি, এমন তথ্যই দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

এদিকে, তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে কী জবাব দিয়েছেন জানতে চাইলে, রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন সাংবাদিকদের বলেন, ‘হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে কিনা, তা জানতে চেয়েছে কমিটি। আমরা সব তথ্য দিয়ে পুলিশসহ সবাইকে সহায়তা করছি।’

তদন্তের মাধ্যমে ন্যয় বিচার চেয়েছেন বলেও জানান আদনান হারুন।

হোটেলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা এমন প্রশ্নে আদনান হারুন বলেন, ‘এটা বলতে পারবো না। তদন্ত কমিটি এটা বলবে। তারা এ ব্যাপারে কথা বলতে নিষেধ করেছেন। তবে আমাদের জবাবে তারা (কমিটি) সন্তুষ্ট।’

কমিশনের তলবে নির্ধারিত দিনে পুলিশের দুই কর্মকর্তা না আসার ব্যাপারে তদন্ত কমিটির সদস্য প্রফেসর আখতার হোসেন বলেন, ‘পুলিশ আমাদের কাছে সময় চেয়েছে। তাদের প্রস্তুতি ও কর্তৃপক্ষের অনুমতি সব মিলিয়ে সময় চাওয়া হয়েছে। কমিটির পরবর্তী সভা ৪ জুন। ওইদিন তাদের আসতে বলেছি।’

উল্লেখ্য, বনানীর রেইনট্রি আবাসিক হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় গত ৮ মে পাঁচ সদস্যের কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন। এই তদন্ত কমিটি গত ২৩ মে দ্য রেইনট্রি হোটেল কর্তৃপক্ষের দু’জন ও গুলশান জোনের ডিসি ও বনানী থানার ওসিকে তলব করে। বৃহস্পতিবার (২৫ মে) রেইনট্রি কর্তৃপক্ষের দু’জন তদন্ত কমিটি সঙ্গে সাক্ষাৎ করলেও পুলিশের সদস্যরা আরও সময় চেয়েছেন।

/আরজে/এসএমএ/

আরও পড়ুন
রেইনট্রিতে একজনের বুকিংয়ে আরেকজন থাকে কিভাবে: তদন্ত কমিটি

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম