X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নজরুলের আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রপতির আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ মে ২০১৭, ০৯:০২আপডেট : ২৬ মে ২০১৭, ০৯:১৪

নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে রাষ্ট্রপতি (ছবি- বাসস) মতপার্থক্য ভুলে জাতীয় কবি নজরুল ইসলামের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত এবং অসাম্প্রদায়িক সোনারবাংলা গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবারর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার জাতীয় কবি নজরুলের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘নজরুল শুধু একজন মানবতাবাদী কবিই ছিলেন না, তিনি সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ, পুঁজিবাদ, ফ্যাসিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, আঞ্চলিকতা এবং শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন।’

জাতীয় কবি নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘নজরুলই একমাত্র সাহিত্যিক ছিলেন, যিনি উপলব্ধি করেছেন সাম্প্রদায়িকতাই উপমহাদেশের বড় সমস্যা। তাই তিনি আজীবন এর বিরুদ্ধে লড়াই করে গেছেন। নজরুল ছিলেন একজন বড়মাপের মানবতাবাদী কবি। তিনি তার সঙ্গীত ও কবিতার মাধ্যমে মানুষের সৃষ্ট মতপার্থক্যের কৃত্রিম দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করেছেন।’

আবদুল হামিদ বলেন, ‘সাম্য ও মানবতার কবি হিসেবে সঙ্গীত, কবিতা, গল্প এবং উপন্যাসসহ নজরুলের সাহিত্য কর্ম সমাজে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের দৃষ্টান্ত স্থাপন করেছে।’

তিনি বলেন, ‘এ দেশের মাটি, মানুষ, প্রকৃতি এবং ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে নজরুল খুবই ঘনিষ্ঠ ছিলেন। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে তাকে ও তার পরিবারের সদস্যদেরকে যথাযথ মর্যাদায় বাংলাদেশে নিয়ে আসেন।’

অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে নজরুলের পুরো সাহিত্য কর্মের একটি ভলিউম উপহার দেওয়া হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান এবং নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান প্রফেসর এমিরিটাস রফিকুল ইসলাম, প্রফেসর সৌমিত্র শেখর এবং নজরুলের নাতনী খিলখিল কাজী বক্তব্য রাখেন।

সূত্র: বাসস

/বিএল/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া