X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কদমতলীতে পারিবারিক কলহে এক ব্যক্তি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ০২:৩৭আপডেট : ২৭ মে ২০১৭, ০৫:৪৮

লাশ উদ্ধার রাজধানীর কদমতলীর মুক্তধারা এলাকায় একটি বাড়িতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শ্যালিকা মিতু আক্তারের (১৭) সেলাই রেঞ্জের আঘাতে দুলাভাই জামাল খন্দকার (৪০) নিহত হয়েছেন। পরে বাড়ির বাসিন্দারা মিতু আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জামাল খন্দকার পেশায় একজন ইলেকট্রিশিয়ান। মুক্তধারা এলাকার চারতলা বাড়ির নীচতলায় তিনি স্ত্রী, দুই মেয়ে ও শ্যালিকা মিতু আক্তারকে নিয়ে ভাড়া থাকতেন।

আটক মিতু আক্তার পুলিশকে জানিয়েছে, তিন বছর আগে দুলাভাইয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে মিতু তার দুলাভাইকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু দুলাভাই তাকে বিয়ে না করায় বিষয়টি বোন শারমিন আক্তারকে জানায়। এ নিয়ে তার বোনের সংসার জীবনে কলহ চলতে থাকে। গত সপ্তাহ থেকে দুলাভাই বোনকে (স্ত্রী) ঘুমের ওষুধ খাইয়ে প্রতিরাতে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক করে আসছিল। এ বিষয়টিও বোনকে বলে দেওয়ায় দুলাভাই ক্ষুব্ধ হয়। শুক্রবার সকালে এ নিয়ে পারিবারিক সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। সকাল ১০টার দিকে তার বোন বাড়ির মালিক ও তার স্ত্রীকে ডাকতে যান। এসময় দুলাভাইয়ের সঙ্গে মিতুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে থাকা সেলাই রেঞ্জ দিয়ে দুলাভাইয়ের মাথায় আঘাত করেন মিতু। পরে মোবাইল ফোনের চার্জারের তার গলায় পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

/এআইবি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা