X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গণভবনের গেটে নিহত নায়েক আতিকুরের অস্ত্র যাচ্ছে সিআইডিতে

আমানুর রহমান রনি
২৭ মে ২০১৭, ১৭:১৬আপডেট : ২৭ মে ২০১৭, ২২:৪৬

 

মো. আতিকুর রহমানের জাতীয় পরিচয়পত্র গণভবন এলাকায় কর্তব্যরত স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) নায়েক আতিকুর রহমানের (২৮) মৃত্যু তার নিজের অস্ত্রের গুলিতেই হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত তা নিশ্চিত হতে তার আগ্নেয়াস্ত্রটি পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এদিকে ময়নাতদন্তের পর নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে পুলিশ সদর দফতর তিন সদস্যের এবং এসপিবিএন পাঁচ সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার বিকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস  ও  এসপিবিএন-২-এর কমান্ডিং অফিসার ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জি জি বিশ্বাস বলেন, ‘আতিক তার নিজের অস্ত্রর গুলিতেই নিহত হয়েছে। এখন আমরা তদন্ত করে দেখব, এটি আত্মহত্যা, নাকি অসাবধানতবশত।’

শুক্রবার (২৬ মে) রাত পৌনে ১২ টার দিকে গণভবনের উত্তর গেটের (মসজিদ সংলগ্ন) এলাকায় গুলিবিদ্ধ হয় আতিকুর। এ সময় তার দশ/বারো গজ পেছনে আরও এক এএসআই ছিল। তিনি তাকে দ্রুত উদ্ধার করে অন্যদের সহায়তায় হাসপাতালে নিয়ে যায়। গণভবনের এসপিবিএনের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা ফরিদ শুক্রবার রাতে বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

ঢামেক হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ২ টার দিকে নায়েক আতিকুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢামেক পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন।’ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শেরেবাংলা নগর থানার এসআই মিনহাজ উদ্দিন।

নিহত আতিকের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকিং গ্রামে। তার বাবার নাম মো. বাহার। মা সুফিয়া বেগম।  তার স্ত্রীর নাম শারমীন আক্তার। এক মাত্র মেয়ে তিসি বয়স দেড় বছর।

শনিবার দুপুরে তার ময়নাতদন্ত শেষে সহোযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, গুলিতে নিহত হয়েছেন আতিকুর। গুলি সামনে দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে যায়।

নিহতের ভাই মাহমুদুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তার লাশ নিয়ে বাড়িতে যাচ্ছি। সেখানেই দাফন করা হবে। পুলিশ আমাদের সহযোগিতা করছে।’

ওসি জি জি বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে আমরা লাশ হস্তান্তর করেছি। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি ইউডি মামলা হয়েছে।’ তিনি বলেন, ‘ঘটনার সময় তার সঙ্গে আরও একজন এএসআই ছিলেন। সার্বিক পরিস্থিতি ও ঘটনা প্রবাহ আমরা বিশ্লেষণ করে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, তার অস্ত্রের গুলিতেই তার মৃত্যু হয়েছে। এখানে অন্য আর কোনও কারণ নেই। এখন দেখার বিষয় হলো, এটি আত্মহত্যা নাকি অসাবধানতবশত। তা নিশ্চিত হওয়ার জন্য আমরা আতিকের অস্ত্রটি সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠিয়েছি। ঘটনাটি কিভাবে ঘটেছিল তা নিশ্চিত হতে পারব অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষার পর।’

এসপিবিএন-২-এর কমান্ডিং অফিসার ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুটি কমিটি গঠন করা হয়েছে। আমি পুলিশ সদর দফতরের কমিটিতে রয়েছি।  আমাদের এসপিবিএন থেকেও একটি কমিটি করা হয়েছে। এই কমিটিতে একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ পাঁচজন রয়েছেন। তারা তদন্ত শুরু করছেন। তবে পুলিশ সদর দফতরের কমিটি এখনও কাজ শুরু করেনি।’ তিনি বলেন,  ‘তদান্তাধীন বিষয় নিয়ে এখন আসলে কোনও কিছু বলা ঠিক হবে না। যারা তদন্ত করছেন, তাদের তদন্ত শেষ হোক।  আশা করছি দুই দিনের মধ্যেই আমরা রিপোর্ট পাব।’ 

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়