X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

উন্নয়ন হচ্ছে তবে জঙ্গিবাদ দমন করতে হবে আগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১৮:১৫আপডেট : ২৭ মে ২০১৭, ১৯:২৭

দেশের উন্নয়ন হচ্ছে এবং ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে তা অনুভবও করছেন বলে মনে করেন দেশের বেশিরভাগ তরুণ। তবে উন্নয়ন দৃশ্যমান হলেও জঙ্গিবাদের উত্থান ভাবাচ্ছে তাদের। তাই এই মুহূর্তে জঙ্গিবাদ দমনকেই দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে মনে করছেন তারা।

বাংলাদেশের উন্নয়ন হচ্ছে- এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

সম্প্রতি দেশব্যাপী ‘তারুণ্য ২০১৭: নতুন প্রজন্ম যা ভাবছে’ শীর্ষক এক জরিপ পরিচালনা করে বাংলা ট্রিবিউন।  এতে দেশের ২ হাজার ৪০০ জন তরুণ অংশ নেন। জরিপের ফল বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ৮৩.৭৫ শতাংশ অংশগ্রহণকারী।

উন্নয়নের ফল ব্যক্তিগত পর্যায়ে অনুভব করছেন কি?

উন্নয়নের ফল ব্যক্তিগত পর্যায়ে অনুভব করছেন কিনা, এমন একটি ফিরতি প্রশ্নে ৬৭.৭৫ শতাংশ জানিয়েছেন দেশে চলমান উন্নয়নের ফল তারা ব্যক্তিগত পর্যায় থেকে অনুভব করেন।

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কোনটি?

এদিকে অধিকাংশ অংশগ্রহণকারী মনে করছেন এই মুহূর্তে জঙ্গিবাদ দমনই দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ৪৫ শতাংশ মনে করছেন এই মুহূর্তে জঙ্গিবাদ দমনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা উচিত আর প্রায় ২৬ শতাংশ কর্মসংস্থান সৃষ্টি করাকে এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বেছে নিয়েছেন। নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছেন ১৫ শতাংশ।

জরিপ পরিচালনা: বাংলা ট্রিবিউন
জরিপ পরিচালনার সময়কাল:
১ এপ্রিল - ৬ এপ্রিল, ২০১৭
নমুনা সংগ্রহের প্রক্রিয়া:

 
  • দৈবচয়ন পদ্ধতিতে সারাদেশের ৮টি বিভাগীয় শহর ও ২৪টি জেলার গ্রামীণ অঞ্চল থেকে ২ হাজার ৪০০ জন তরুণের ওপর এই জরিপটি পরিচালনা করা হয়।
  • শহুরে ও গ্রামীণ জনপদের সমান সংখ্যক তরুণের কাছ থেকে নমুনা নেওয়া হয়েছে।
  • প্রতিটি বিভাগের বিভাগীয় শহরের বাসিন্দাদের শহুরে হিসেবে ধরা হয়েছে।
  • জেলার গ্রামাঞ্চলের প্রতিনিধিদের গ্রামীণ জনপদের প্রতিনিধি হিসেবে ধরা হয়েছে।
  • প্রতিটি বিভাগীয় শহর থেকে ১৫০ জনের ওপর জরিপ পরিচালনা করা হয়েছে।
  • গ্রামীণ ডাটার জন্য বিভাগীয় শহর ছাড়া তিনটি জেলাকে নির্বাচন করা হয়েছে।
  • বড় বিভাগের ক্ষেত্রে বিভাগীয় শহর ছাড়া জেলাগুলো দৈবচয়নে নির্ধারণ করা হয়েছে।
  • প্রতিটি জেলার গ্রামীণ জনপদ থেকে ৫০ জনের ওপর জরিপ চালানো হয়েছে।

/এসজি/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা