X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তরুণদের আগ্রহ কম রাজনৈতিক ও ধর্মীয় পোস্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১৮:৩০আপডেট : ২৭ মে ২০১৭, ১৯:২৬

বাংলাদেশে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকে অ্যাকাউন্ট আছে দেশের বেশিরভাগ তরুণের তবে বিভিন্ন সময় ফেসবুকে প্রকাশিত রাজনৈতিক কিংবা ধর্মীয় পোস্টে তাদের তেমন আগ্রহ নেই।

আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? সম্প্রতি বাংলা ট্রিবিউন দেশব্যাপী ২৪০০ জনের ওপর পরিচালিত‘তারুণ্য ২০১৭: নতুন প্রজন্ম যা ভাবছে’ শীর্ষক এক জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চেয়েছিল তাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে কিনা জবাবে ৮০ শতাংশ হ্যাঁ সূচক জবাব দিয়েছেন।

ফেসবুকে রাজনৈতিক পোস্ট সম্পর্কে আপনার অনুভূতি কী?

অপর একটি প্রশ্নে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ফেসবুকে বিভিন্ন সময় তারা যে রাজনৈতিক পোস্ট দেখতে পান সে সম্পর্কে তাদের অভিমত কী? উত্তরে প্রায় ৩৪ শতাংশ (সংযুক্ত করেন না ২৩.১৭ এবং বিরক্ত লাগে কিংবা ব্লক করে দেন ১০.৬৭ শতাংশ) জানিয়েছেন এই ধরনের পোস্টে তারা নিজেদের সংযুক্ত করেন না অথবা এই ধরনের পোস্টগুলো তারা ব্লক করে দেন। ২৯ শতাংশ বলেছেন ভালো না লাগলেও এই ব্যাপারে তারা কিছু মনে করেন না। প্রায় ২৫.৭১ শতাংশ এ ধরনের পোস্টের নিজের সংযুক্ত করেন বলে জানিয়েছেন।

ধর্মীয় পোস্ট সম্পর্কে আপনার অনুভূতি কী?

ধর্মীয় পোস্টগুলোর ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। প্রায় ৩৪ শতাংশ (সংযুক্ত করেন না ২৩.০৪ এবং বিরক্ত হন কিংবা ব্লক করেন ১০.৫৮ শতাংশ) এসব পোস্টে নিজেদের জড়ান না, বিরক্ত হন এবং ব্লক করেন। প্রায় ২২.৮৩ শতাংশের কাছে এসব পোস্ট ভালো লাগে না, তবে দেখলে মাইন্ডও করেন না। প্রায় ৩২.৫৪ শতাংশের কাছে এ ধরনের পোস্ট ভালো লাগে এবং তারা এসব পোস্টে নিজেদের সংযুক্ত করেন বলে জানিয়েছেন।

জরিপ পরিচালনা: বাংলা ট্রিবিউন

জরিপ পরিচালনার সময়কাল: ১ এপ্রিল - ৬ এপ্রিল, ২০১৭
নমুনা সংগ্রহের প্রক্রিয়া:
 
  • দৈব চয়ন পদ্ধতিতে সারাদেশের ৮ টি বিভাগীয় শহর ও ২৪টি জেলার গ্রামীণ অঞ্চল থেকে ২৪০০ জন তরুণের ওপর এই জরিপটি পরিচালনা করা হয়।
  • শহুরে ও গ্রামীণ জনপদের সমান সংখ্যক তরুণের কাছ থেকে নমুনা নেওয়া হয়েছে।
  • প্রতিটি বিভাগের বিভাগীয় শহরের বাসিন্দাদের শহুরে হিসেবে ধরা হয়েছে।
  • জেলার গ্রামাঞ্চলের প্রতিনিধিদের গ্রামীণ জনপদের প্রতিনিধি হিসেবে ধরা হয়েছে।
  • প্রতিটি বিভাগীয় শহর থেকে ১৫০ জনের ওপর জরিপ পরিচালনা করা হয়েছে।
  • গ্রামীণ ডাটার জন্য বিভাগীয় শহর ব্যাতিত তিনটি জেলাকে নির্বাচন করা হয়েছে।
  • বড় বিভাগের ক্ষেত্রে বিভাগীয় শহর ব্যতিত জেলাগুলো দৈবচয়নে নির্ধারণ করা হয়েছে।
  • প্রতিটি জেলার গ্রামীণ জনপদ থেকে ৫০ জনের ওপর জরিপ চালানো হয়েছে।

 

/এস জি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে