X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শান্তিরক্ষা মিশনের জন্য ১০ কারাকর্মকর্তা নির্বাচিত

আমানুর রহমান রনি
২৮ মে ২০১৭, ২০:৪৪আপডেট : ২৮ মে ২০১৭, ২০:৫৩

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতাধীন দক্ষিণ সুদানে কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ কারাগারের ১০ জন কর্মকর্তাকে নির্বাচিত করা হয়েছে। তাদের নাম প্রস্তাব করে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে তাদের মিশনে অংশ নিতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কারা অধিদফতর।
গত মঙ্গলবার (২৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সুরক্ষা সেবা বিভাগ) সিনিয়র সহকারী সচিব আনিসুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ১০ জনের চূড়ান্ত তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য দফতরের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শান্তিরক্ষা মিশনের আওতায় দক্ষিণ সুদানে বাংলাদেশ কারাগারের প্রতিনিধি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য কারাকর্মকর্তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে হয়েছে। পরীক্ষার মাধ্যমে ১০ জনকে নির্বাচিত করা হয়েছে।
মিশনের জন্য নির্বাচিত কারাকর্মকর্তারা হলেন— বান্দরবান জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুল রহমান, সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার আবুল বাসার, পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার মোসা. নাহিদা পারভীন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসাইন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. আখেরুল ইসলাম রাসেল, কাশিমপুর হাইসিকিউরটি কারাগারের ডেপুটি জেলার মো. শাখাওয়াত হোসাইন, পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. দিদারুল আলম, টাঙ্গাইল কারাগারের ডেপুটি জেলার মো. ফারুক হোসাইন, সুনামগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মো. আবু সালাম তালুকদার ও কুষ্টিয়া জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, নির্বাচিত কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
শান্তিরক্ষা মিশনে কারাকর্মকর্তাদের পাঠানোর বিষয়ে কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রক্রিয়া এখনও শেষ হয়নি। আমরা ১০ জনের নাম প্রস্তাব করেছি। প্রক্রিয়া শেষ হলে আমরা আনুষ্ঠানিকভাবে জানাব।’ কারাকর্মকর্তাদের দাবি, তারাও সুযোগ পেলে মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, বর্তমানে জাতিসংঘের অন্তত ১০টি দেশের ১৩টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ আর্মড ফোর্সের (সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী) ৬ হাজার ৮৯ জন সদস্য রয়েছেন। এছাড়াও ১১টি দেশের ১৩টি শান্তি মিশনে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের এক হাজার ৫শ পুরুষ ও একশ ৬৪ নারী কর্মকর্তা। মিশনে অংশ নেওয়া বাংলাদেশ সামরিক ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিশ্বব্যাপী সুনাম রয়েছে।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা