X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ২১:০০আপডেট : ২৮ মে ২০১৭, ২১:০৮

লাশ উদ্ধার রাজধানীর মিরপুর, খিলগাঁও ও কেরাণীগঞ্জ কারাগারে তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
মিরপুর থানার এসআই আরিফুর রহমান জানান, মিরপুরের দক্ষিণ মনিপুরের একটি বাসা থেকে শনিবার (২৭ মে) রাত ১০টার দিকে উজ্জ্বল (২১) নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেন তারা। পরে ওইদিন দিবাগত রাত ৩টার দিকে তার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।
মিরপুর থানা সূত্রে জানা গেছে, দক্ষিণ মনিপুরের ২৯৭ নম্বর বাড়িতে থাকতেন রিকশাচালক উজ্জ্বল। উজ্জ্বল মাদকাসক্ত ছিল এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। শনিবার রাতে তিনি নিজের রুমে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে তার বাবা লুৎফুর রহমান থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এদিকে, রাজধানীর খিলগাঁওয়ে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন কাঠমিস্ত্রী স্বপন দাস (৫৫)। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ৩১৯ সিপাহীবাগের বাসা থেকে রবিবার (২৮ মে) ভোরে স্বপন দাসের লাশ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়ে দেয়।
অন্যদিকে, ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি আনু সরদারের (৪০) মৃত্যু হয়েছে। তার হাজতি নং ১২৯৭৪/১৭। কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আবু হানিফ জানান, দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আবু হানিফ একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। অসুস্থতাবোধ করলে আনু সরদারকে শনিবার রাত ১০টায় ঢামেক হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সকাল ৮টায় মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
/এআইবি/জেইউ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি