X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আম-কলায় অতিমাত্রায় ইথিফোন ব্যবহারে ২ ব্যবসায়ীকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ২৩:৩১আপডেট : ২৮ মে ২০১৭, ২৩:৪৬

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে আম ব্যবসায়ীকে জরিমানা আম ও কলা পাকানোর জন্য অতিরিক্ত মাত্রায় রাসায়নিক পদার্থ ইথিফোন ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব-১০-এর একটি ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ মে) কোতয়ালী থানার বাদামতলী এলাকায় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ভেজালবিরোধী ওই আদালত পরিচালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন র‌্যাব-১০-এর এএসপি সোহরাব হোসাইন ও এএসপি মো. রেজাউল করিম।

র‌্যাব সূত্রে জানা গেছে, কোতয়ালী থানার বাদামতলী এলাকায় অভিযানে আমের আড়ত ঝুমুর এন্টারপ্রাইজে আম এবং রবজল মিয়ার কলার আড়তে কলা পাকানোর জন্য অতিরিক্ত মাত্রায় ইথিফোন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। রাসায়নিক দ্রব্যটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

র‌্যাব-১০-এর এএসপি সোহরাব হোসাইন জানান, ফলে অতিরিক্ত পরিমাণে বিষাক্ত ইথিফোন রাসায়নিক ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪২ ধারা মোতাবেক ঝুমুর এন্টারপ্রাইজ নামে আমের আড়তের মালিক মো. জাহিদ হোসেনকে ৭৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রবজল মিয়ার কলার আড়তের মালিক মো. রবজল মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোহরাব হোসাইন বলেন, ‘ঝুমুর এন্টারপ্রাইজ আমের আড়ত থেকে ১৬টি খাঁচায় আনুমানিক আড়াইশ কেজি বিষাক্ত ইথিফোনমিশ্রিত আম এবং রবজল মিয়ার কলার আড়ত থেকে দুইশ পাঁচ কাঁধি ইথিফোনমিশ্রিত কলা ধ্বংস করা হয়। পাশাপাশি খেজুর আড়তে মেয়াদোত্তীর্ণ তারিখ সঠিক থাকায় এবং পরিবেশ স্বাস্থ্য হানিকর না থাকায় খেজুর আড়ত মালিকদের ধন্যবাদ দেওয়া হয়।’

আসামিরা তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করায় তাদেরকে কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

/আরজে/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!