X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দিলদারসহ আপন জুয়েলার্সের তিন মালিককে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ১২:৪০আপডেট : ৩০ মে ২০১৭, ১২:৫১

দিলদারসহ আপন জুয়েলার্সের তিন মালিককে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা দিলদার আহম্মেদসহ আপন জুয়েলার্সের তিন মালিককে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা। অন্যরা হলেন- গুলজার আহম্মেদ ও আজাদ আহম্মেদ। এ সময় তাদের আইনজীবী আখতার ফরহাদ জামান ও ব্যারিস্টার মো. তাইফুল সিরাজ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বেলা ১২টা ১৫ মিনিটে শুল্ক গোয়েন্দার কার্যালয়ে তাদের জিজ্ঞাবাদ শুরু হয়। আজ তাদের জব্দ করা স্বর্ণের হিসেব দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুল্ক গোয়েন্দারা ধারণা করছেন, চোরাচালানের মাধ্যমে আপন জুয়েলার্স এসব স্বর্ণ সংগ্রহ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে মঙ্গলবার আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে হাজির হতে বলা হয়। এদিন শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের বক্তব্য শুনে ও কাগজপত্র দেখে সিদ্ধান্ত দেবেন।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বসার আগে গুলজার আহম্মেদ সাংবাদিকদের বলেন, ‘সব হিসেব দিতে সময় প্রয়োজন। আমরা তাদের সঙ্গে কথা বলে আরও সময় চাইবো।’

তবে কতদিন সময় চাওয়া হবে এ ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি।
উল্লেখ্য, গত ১৪ ও ১৫ মে আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কোয়ারের শাখায় অভিযান চালিয়ে ১৩.৫ মণ স্বর্ণালংকার ও ৪২৭ গ্রাম ডায়মন্ড ব্যাখ্যাহীনভাবে মজুদ রাখার দায়ে সাময়িক আটক করে শুল্ক গোয়েন্দা। এগুলো আইন অনুসারে সিলগালা করে তাদের হেফাজতে দেওয়া হয়। বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা আটকের ঘটনায় আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে তলব করে শুল্ক গোয়েন্দা বিভাগ। সে হিসেবে গত ১৭ মে দিলদার আহমেদ ও তার অন্য দুই ভাইকে প্রথম দফায় জিজ্ঞাসাদ করে শুল্ক গোয়েন্দা। তবে সেদিন তারা এসব স্বর্ণের কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি। পরবর্তীতে শুল্ক গোয়েন্দা আবারও তাদের তলব করলে মঙ্গলবার তারা হাজির হন। 

/আরজে/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?