X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশের চতুর্থ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ০২:৫৫আপডেট : ০১ জুন ২০১৭, ০৩:০৪

অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, পাশে অর্থমন্ত্রী রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পর এবার দেশের চতুর্থ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দিয়েছেন। আগের তিনটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নীতিমালাতেই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (৩১ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘দেশের চতুর্থ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেটে। আমরা এখন আইন প্রণয়নের কাজ করছি। আইন প্রণয়ন শেষ হলে উপাচার্য নিয়োগ দেওয়া হবে।’
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে (বুধবার) অর্থমন্ত্রীর সভাকক্ষে এসেছি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে একটি ঐতিহাসিক জনসভায় ঘোষণা দিয়েছিলেন, দেশে আরও একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে। আমি প্রধানমন্ত্রীর সেই ঘোষণার বাস্তবায়ন দিতে যাচ্ছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার পর অর্থমন্ত্রী আমাকে সিলেটে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কথা চিঠি দিয়ে স্মরণ করিয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ঘোষণার অনুমোদন আমরা পেয়েছি। সিলেটে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়ে গেছে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিগগিরই জাতীয় সংসদে এ আইনটি উপস্থাপিত হবে। আইনটি জাতীয় সংসদে পাস হলেই সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরবর্তী কার্যক্রম শুরু হবে।’
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সিলেটের মানুষ এই ঘোষণায় নিশ্চয় খুব খুশি হবেন। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই ক্যাম্পাসের জন্য জায়গা নির্ধারণ করা।’
বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দীন আহমদ কামরান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

সরকারি হাসপাতালে ৪০ হাজার কর্মচারীর পদ শূন্য

তামাকজনিত রোগে বছরে ক্ষতি ৫ হাজার কোটি টাকা

/জেএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা