X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আহমদ শফীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ২০:৩৮আপডেট : ০৮ জুন ২০১৭, ২০:৪১

মাওলানা আহমাদ শফী ঢাকায় চিকিৎসাধীন হেফাজত আমির শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অপরিবর্তি রয়েছে। তাকে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় ৬ জুন তাকে চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। এরপর পুরনো ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় হেফাজতে ইসলামের আমিরকে।

হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফীকে পুরনো ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সরওয়ারে আলম এবং নিউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নূরল হুদার তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বার্ধক্যতাজনিত শারীরিক দুর্বলতা ছাড়া আশঙ্কাজনক কোনও রোগ নেই বলে আট সদস্যের মেডিক্যাল বোর্ড জানিয়েছে। 

এদিকে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের হালিশহর শাখা আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের আমিরের সুস্থতা কামনা করা হয়। হেফাজত মহাসচিব জুনাইদ বাবু নগরী আহমদ শফীর সুস্থতা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।

হেফাজতে আমিরের রোগমুক্তি কামনায় ঢাকায়ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জামেয়া হোসাইনিয়া আশরাফুল উলূম বড় কাটারা মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত আমিনী।

এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ঢাকা মহানগর হেফাজতের দফতর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুনসুরুল হক, মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা শাহ্ জালাল ভাষানী, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মামুন, মাওলানা মুহিবুর রহমান প্রমুখ।

/সিএ/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?