X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ০৫:১৯আপডেট : ১৫ জুন ২০১৭, ০৬:০১

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষিকার সঙ্গে অশালীন ও মারমুখী আচরণের অভিযোগ উঠেছে একই ইনস্টিটিউটের একজন শিক্ষকের বিরুদ্ধে। এই হেনস্তার ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) কাছে লিখিত অভিযোগপত্র দিয়েছেন ওই অধ্যাপিকা।
অভিযোগপত্রে শিক্ষিকা উল্লেখ করেন, ‘ইনস্টিটিউটের সি অ্যান্ড ডি কমিটির সভা শেষে ওই অধ্যাপক নানান ভয়-ভীতি ও হুমকি দেখিয়েছেন। ব্যবহার করেন অশালীন ও অশ্রাব্য ভাষা। কোনও সংশ্লিষ্টতা ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কে অমার্জিত, অশালীন ও অশ্রাব্য শব্দচয়নসহ বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদমূলক বাক্য উচ্চারণ করেন তিনি। ওই অধ্যাপক যে অশালীন শব্দ ও বাক্য ব্যবহার করেছেন তা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। তার আচরণে আমি মানসিকভাবে বিপর্যস্ত, মর্মাহত ও ক্ষুব্ধ।’
একটি সূত্র থেকে জানা গেছে, গত ১২ জুন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সি অ্যান্ড ডি কমিটির পূর্বনির্ধারিত সভা ছিল সকাল ১০টায়। অভিযুক্ত অধ্যাপক যথাসময়ে না পৌঁছায় তার জন্য ২০ মিনিট অপেক্ষা করে সভা শুরু হয়। সভা শেষ হওয়ার কিছুক্ষণ পরে তিনি সভাস্থলে পৌঁছান। তাকে ছাড়া সভা শুরু করার কারণ ওই অধ্যাপিকার কাছে জানতে চান তিনি। এ সময় ওই শিক্ষক উত্তেজিত হয়ে অভিযোগকারী শিক্ষিকার প্রতি মারমুখী শারীরিক ভাষা প্রদর্শন করেন।

এ প্রসঙ্গে ওই অধ্যাপিকা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার সঙ্গে যা হয়েছে, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার বিচার চেয়ে উপ-উপাচার্যের (শিক্ষা) কাছে অভিযোগ জানিয়েছি, শিক্ষক সমিতিকেও চিঠি দিয়েছি। আশা করি সুবিচার পাবো। আপা (উপ-উপাচার্য) আমাকে নিরাশ করবেন না।’

সুবিচার না পেলে কী করবেন জানতে চাইলে ওই শিক্ষিকা বলেন, ‘অনাকাঙ্ক্ষিত কিছু যদি ঘটে, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য পদক্ষেপ নেবো।’

অভিযোগটি প্রসঙ্গে জানতে চাইলে ওই অধ্যাপক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমার বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র। এক বছর ধরে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলছে। জামাত-শিবির চক্র সংঘবদ্ধভাবে আমার পেছনে লেগেছে।’ তার অভিযোগ, ‘ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের বিশেষায়িত কোর্সে আমাকে ক্লাস দেওয়া হয় না। লুটপাট চলছে পুরোদমে। গত বছরের মে মাসে আমাকে নারী কেলেংকারিতে ফাঁসানোর চেষ্টা চালায় ওই চক্রটি। নিরাপত্তার স্বার্থে আমার কক্ষে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই চক্রান্তের আতঙ্কে ইনস্টিটিউটের কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ করে বসি।’

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ওই অধ্যাপিকার দেওয়া অভিযোগপত্রে উপাচার্য সম্পর্কে তার (অভিযুক্ত অধ্যাপক) করা অশালীন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা পারলে প্রমাণ করুক অসত্য বা বাজে মন্তব্য করেছি। কয়েকদিনের মধ্যে উপাচার্যের কাছে আমার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে লিখিত পত্র দেবো।’

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫