X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলবে না: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ১৮:৪৮আপডেট : ১৫ জুন ২০১৭, ১৮:৫৬

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত আরামদায়ক ও নির্ঝঞ্জাট করতে রাস্তায় পুরনো লক্কড়-ঝক্কড় গাড়ি না নামাতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া।
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বৃহস্পতিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের আয়োজনে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. ফারুক তালুকদার সোহেল।
পুলিশ কমিশনার বলেন, ‘গাবতলী বাস টার্মিনাল দেশের বড় টার্মিনাল। ঈদকে সামনে রেখে লাখ লাখ মানুষ ঘরমুখী হবেন, আবার ফিরেও আসবেন এই টার্মিনাল হয়ে। আমরা ধারণা করছি, ঈদে প্রায় ৩০ লাখ যাত্রী গাবতলী বাস টার্মিনাল হতে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করবেন। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আমরা এই মতবিনিময় সভার আয়োজন করেছি। ঈদের এক সপ্তাহ আগে থেকে টার্মিনাল ও শপিং মলকেন্দ্রিক নিরাপত্তা আরও জোরদার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘রোজাদারদের ইফতারের আগে বাড়ি ফেরানোর জন্য ডিএমপি’র ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে। নগরবাসীকে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিদিন ৪০০-৫০০ পুলিশ সদস্য শুধুমাত্র পানি আর খেজুর দিয়ে রাস্তায় ইফতার করছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। যত বড়ই প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন, আমরা আমাদের দায়িত্ব থেকে এক পাও সরবো না। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধের সংখ্যা আমরা জিরোতে আনতে পেরেছি। রোজার ১৯ দিনেও ঢাকা শহরে কোনও বড় ধরনের ছিনতাই-ডাকাতির ঘটনা ঘটেনি। মানুষ নিশ্চিন্তে ও নিরাপদে টাকা নিয়ে ব্যাংকে ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাতায়াত করছে।’
কমিশনার আরও বলেন, ‘অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য নাই বললেই চলে। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমাদের থানা ও গোয়েন্দা পুলিশ প্রতিনিয়ত এই চক্রের সদস্যদের গ্রেফতার করছে। অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে যাতে সাধারণ মানুষ না পড়তে পারে, সেজন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ ঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে।’
গাড়ির মালিক ও শ্রমিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘কোনও রকম যাত্রীদের হয়রানি করা যাবে না। যদি কেউ যাত্রীদের টানাটানি করে গাড়িতে ওঠানোর চেষ্টা করে, তাকে আইনের আওতায় আনা হবে। ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে কোনও অবস্থায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়ে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আছে। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। আপনাদের নিরাপত্তা প্রদানে ডিএমপি সব সময় আপনাদের পাশে থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহ আহমেদসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিক- শ্রমিক নেতারা।
/এআরআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা