X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এডিস মশা নিধনে রাজধানীতে কাজ করবে ৯২টি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৭, ০০:০৪আপডেট : ১৬ জুন ২০১৭, ০০:০৪

স্বাস্থ্য অধিদফতর চিকুনগুনিয়া এবং ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। এ মশার কামড়েই মানুষ এসব মারাত্মক জ্বরে আক্রান্ত হন। তাই এসব রোগ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষ এ কর্মসূচি পালিত হবে। ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/শিক্ষক, স্বাস্থ্য অধিদফতর এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ৯২টি টিম গঠন করা হয়েছে।’ স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, অধিদফতরের মহাপরিচালকসহ সব কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের ৫০টি ওয়ার্ডে চিকুনগুনিয়ার বাহক এডিস মশার বিচরণ সবচেয়ে বেশি। এর মধ্যে ৪৭টি ওয়ার্ড চারণভূমি হিসিবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় এডিস মশা প্রজননের হার স্বাভাবিকের তুলনায় প্রায় তিন গুণ। সিটি করপোরেশনের পক্ষ থেকে মশা নিবারণে পদক্ষেপ গ্রহণ করা হলেও তা যথেষ্ট নয়। তাছাড়া এডিস মশা দিনের বেলা ঘরের ভেতরেই অবস্থান করে। তাই ৫০টি ওয়ার্ডের ৯২টি এলাকায় এডিস মশার প্রজনন ক্ষেত্র নষ্ট এবং জনসচেতনতা বৃদ্ধিতে ১৭ জুন অধিদফতরের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।’

স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে- অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আব্দুর শরীফ, পরিচালক (আইইডিসিআর) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!