X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছুটির দিনেও যানজট

শাহেদ শফিক
১৬ জুন ২০১৭, ২২:২৩আপডেট : ১৬ জুন ২০১৭, ২৩:৫৫

ছুটির দিনেও যানজট (ছবি- ফোকাস বাংলা) ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। তাই উৎসব আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নগরবাসী। ইতোমধ্যে শুরু হয়েছে কেনাকাটা। পছন্দের পণ্যটি খুঁজে বের করতে এক মর্কেট থেকে অন্য মার্কেটে ঘুরছেন ক্রেতারা। শুক্রবার (১৬ জুন) সাপ্তাহিক ছুটির এ দিনটিতে ছিল ক্রেতাদের ভিড়। আর এ দিনেও রাজধানীতে তৈরি হয়েছে যানজট।
রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের প্রায় শেষ মুহূর্তের এই ছুটির দিনটি ছিল কর্মজীবী মানুষের ঈদ কেনাকাটার জন্য নির্ধারিত। তাই দুপুরের পর অনেকেই পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে পছন্দের পণ্যের সন্ধানে বেরিয়ে পড়েন। আবার কেউ বের হয়েছেন ইফতারের পর। ফলে নগরীর বিপনী বিতান সংলগ্ন এলাকাগুলোতে দেখা দেয় ভয়াবহ যানজট।

রিকশা, সিএনজি ও বাসের পাশাপাশি নিজের ব্যক্তিগত মটরসাইকেল ও গাড়ি নিয়েও বের হয়েছেন অনেকেই। এতেই দেখা দিয়েছে তীব্র যানজট। যানজট ছড়িয়ে পড়েছে প্রায় সবখানেই। ঘর থেকে বের হওয়ার পর থেকেই এই যানজট মোকাবেলা করতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ট্রাফিক সিগনালগুলো অতিক্রম করা যাচ্ছে না। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন ট্রাফিক সিগনালগুলোতে অতিরিক্ত পুলিশও দেখা গেছে।

শুক্রবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বড় মার্কেট সংলগ্ন সড়কে তীব্র যানজট। শুক্রবার ছুটির দিনটিও পরিণত হয়েছে অন্য সব দিনের মতোই। মার্কেট করতে এসে নগরবাসীকে বেগ পেতে হয়েছে। তাছাড়া গত রাতের (বৃহস্পতিবার) বৃষ্টিতে এখনো কোথাও কোথাও পানি জমে রয়েছে। সড়কগুলোতে তীব্র কাদা-মাটির তৈরি হয়েছে।

অবশ্য যানজট এড়াতে অনেকেই এবার আগেভাগেই ঈদের কেনাকাটা করে নিয়েছেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা কেটাকাটার জন্য ঈদ বোনাসের অপেক্ষায় ছিলেন। গত ১৫ জুনের মধ্যে অনেকেই ঈদ বোনাস পেয়ে গেছেন। এ কারণেই এখন তারা কেনাকাটায় বের হয়েছেন।

শুক্রবার ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে পান্থপথের বসুন্ধরা সিটি, নয়াপল্টনের পলওয়েল সুপার মার্কেট, শাহবাগের আজিজ সুপার মার্কেট, গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট, বঙ্গবাজার, পোড়া মার্কেট, বায়তুল মোকাররম, নিউ বঙ্গবাজার, মালিবাগ ও মৌচাকের টুইন টাওয়ার, হোসাফ শপিং সেন্টার, রাপা প্লাজা, কর্ণফুলী গার্ডেন সিটি, রাজধানী সুপার মার্কেট, যমুনা ফিউচার পার্ক, ফার্মগেট, মিরপুর, ধানমন্ডি, বারিধারা, উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডির সীমান্ত স্কয়ার, নিউ মার্কেট, গাউছিয়া, হকার্স মার্কেট ও চাঁদনী চক মার্কেটসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা দিয়েছে।

ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের আকৃষ্ট করতে এরই মধ্যে নানা রঙের পোশাক, প্রসাধনী ও বিভিন্ন শৌখিন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

পছন্দের পোশাক কেনাকাটার বিষয়ে জানতে চাইলে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে আসা রামপুরার এলাকার স্নেহা আক্তার মিষ্টি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পছন্দের পোশাক পেয়েছি। এতেই ভালো লাগছে। তবে রাস্তায় জ্যাম, বাসা থেকে এখানে আসতে লেগেছে দুই ঘণ্টা। জানিনা এখন যেতে কয় ঘণ্টা লাগে।’

শাহবাগের আজিজ সুপার মার্কেট সংলগ্ন সড়কেও যানজট দেখা গেছে। পাঞ্জাবির জন্য বিখ্যাত এ মার্কেটটিতে ভিড় বাড়ছে ক্রেতাদের। দূর-দুরান্ত থেকেও ক্রেতারা এসেছেন পাঞ্জাবি কিনতে এসেছেন মোটরসাইকেল ও গাড়ি নিয়ে। কিন্তু মার্কেটটির নেই কোনও পার্কিং ব্যবস্থা। ফলে ক্রেতাদের সবাই তাদের ব্যক্তিগত গাড়িগুলো সড়ক এবং ফুটপাতেরই রেখে কেনাকাটা করছেন। এ কারণে সায়েন্সল্যাব থেকে শাহবাহ সড়কটিতে যাজটন দেখা দিয়েছে।

/এসএস/এমএ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা