X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘সবাই ধর্মঘট করে, মানুষের ভোগান্তির কথা কেউ ভাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৭, ২০:৩৭আপডেট : ১৮ জুন ২০১৭, ২০:৩৭

মা শাহনাজ আক্তার ছেলে সাজিদ আলম ফাহাদকে নিয়ে বসে আছেন রাজধানীর পান্থপথে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে। নির্ধারিত চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে, সে কথাই ফোনে জানাচ্ছিলেন পরিবারের সদস্যদের। পাশে বসেই শোনা যাচ্ছিল তার কথা, ‘আজ কোনও হাসপাতালেই ডাক্তার নাই। আসার পর থেকেই বসে আছি, রাস্তায় জ্যাম বলে আর হাসপাতাল থেকে বের হয়নি, ইফতারের পরই রওনা দেব।’

হাসপাতালে চিকিৎসক নেই, বসে আছেন রোগীরা শাহনাজ আক্তারের মতো অবস্থা মীনহাজ উদ্দীনেরও। তিনিও এ হাসপাতালে এসেছিলেন চোখের চিকিৎসকের কাছে, অথচ চিকিৎসক না থাকায় সেখানে তিনি বসে আছেন স্বজনসহ। এ প্রতিবেদককে দেখে তিনি বলেন, ‘লিখে আর কী করবেন, লিখে কোনও লাভ হবে না। আজকাল সবাই ধর্মঘট করে, সাধারণ মানুষের ভোগান্তির কথা কেউ ভাবে না।’
এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শাহনাজ আক্তার বলেন, ‘ডাক্তারদের নাকি আজ ধর্মঘট। তাই কোনও ডাক্তারই নাই হাসপাতালে। কী করি বলেন তো, এতো দূর থেকে এসে কী এ যন্ত্রণা সহ্য করা যায়?’ কোথা থেকে এসেছেন জানতে চাইলে বলেন, ‘খাগড়াছড়ি থেকে ছেলেকে নিয়ে এসেছি কানের চিকিৎসা করাবো বলে, আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, সেই অনুযায়ী আজ সকালে ঢাকায় এসে নেমেছি, উঠেছি উত্তরাতে বোনের বাসায়। আজ রাতে ফিরতি টিকিটও কাটা, এখন কী করবো তাই বুঝতে পারছি না।’

একই অবস্থা দেখা গেছে ল্যাবএইড ও সেন্ট্রাল হাসপাতালেও। সেখানেও চিকিৎসকের দেখা না পেয়ে রোগীদের কেউ কেউ বসে রয়েছেন ইফতারির সময়টুকু পার করার জন্য, কেউ আবার বাড়ির পথ ধরেছেন। আর হাসপাতালগুলোয় রোগীদের অ্যাপয়েন্টমেন্ট রক্ষার কাজে নিয়োজিতরা নিজেদের মতো করে সময় পার করছেন।

হাসপাতালে চিকিৎসক নেই, বসে আছেন রোগীরা বগুড়া থেকে আসা মালতি রানী সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাস থেকে নাইমা সরাসরি হাসপাতালে আসছি, এখন শুনি ডাক্তার নাই। কালকে দেখাইতে হইবো, কী যে ভোগান্তিতে পড়লাম।’

অপরদিকে, সেন্ট্রাল হাসপাতালে গিয়ে দেখা যায় ১৭ মাস বয়সী সন্তান আরশীল আরাফকে নিয়ে হাসপাতালের ওয়েটিং জোনে বসে রয়েছেন মা রাশিদা জিনাত রাধি। তিনি বলেন, ‘বাচ্চা অসুস্থ, ২ সপ্তাহ পরে আজ ডেট ছিল চিকিৎসকের, এমনিতেই রোজার দিন। এসে শুনলাম চিকিৎসকদের ধর্মঘট চলছে। তারা যদি ধর্মঘটই করবেন তাহলে কী করে চিকিৎসা পেশা মহান পেশা হলো? তারা তো এই পেশায় আছেন সেবার জন্য, ধর্মঘটের জন্য নয়।’

রাশিদা আরও বলেন, ‘মানলাম তারা তাদের অধিকার আদায়ের জন্য এটা করছেন, কিন্তু অধিকার আদায়ের নানা পথ রয়েছে। মানুষকে কষ্ট দিয়ে, রোগীদের ভোগান্তি দিয়ে অধিকার আদায়ের অধিকার চিকিৎসকদের দেওয়া হয়নি, তারা তাদের শপথ ভঙ্গ করছেন।’

হাসপাতালে আসা রোগীরা এদিকে, চিকিৎসকদের এ ধর্মঘটকে নৈতিকতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক ও বিএমএ’র (বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই মাহবুব। ধর্মঘট ডেকে রোগীদের কেন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন চিকিৎসকরা প্রশ্ন করে তিনি বলেন, ‘তাদের আন্দোলন নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু এই যে রোগীদের ভোগান্তি হচ্ছে এটা কেন হবে। অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যদি তারা রোগী না দেখেন তারা অনৈতিক কাজ করছেন।’

অপরদিকে, বিএমএ (বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোয়িশন) সভাপতি ডা মোস্তফা জালাল মহিউদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালের প্যাথলজি বিভাগ, জরুরি বিভাগ চালু রয়েছে, কোনও রোগীদের ভোগান্তি হচ্ছে না।’

প্রসঙ্গত, চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে রবিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে পরদিন (১৯ জুন) সকাল ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা এ কর্মসূচি পালন করবেন চিকিৎসকরা। তবে এসময়ে সব ধরনের জরুরি চিকিৎসা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। গত ২৮ মে সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ২৩ মে সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার কর্মসূচি দেয় বিএমএ। এছাড়া গত ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত চিকিৎসকরা কর্মক্ষেত্রে কালো ব্যাজ ধারণ করেন। এছাড়া দুই দফা মানববন্ধন কর্মসূচিও পালন করে বিএমএ।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়