X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

স্ত্রীর দেওয়া নতুন জামা পরে বেরিয়েছিলেন এএসপি মিজান

আমানুর রহমান রনি
২২ জুন ২০১৭, ০১:৪২আপডেট : ২২ জুন ২০১৭, ০২:১৭

 

এএসপি মিজানুর রহমান তালুকদার স্ত্রীর কেনা নতুন জামা পরে বাসা থেকে ডিউটিতে বেরিয়েছিলেন হাইওয়ে পুলিশের সহকারী কমিশনার (এএসপি) মিজানুর রহমান তালুকদার। মঙ্গলবার (২০ জুন) রাতে শার্টটি কিনে আনেন তার স্ত্রী। নিহত এএসপির উত্তরার বাসার কেয়ারটেকারের স্ত্রী পারভীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, ‘বুধবার সকালে রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে হাইওয়ে পুলিশের এই কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।  অজ্ঞাত দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর বেড়িবাঁধ এলাকায় তার লাশ ফেলে যায়।’

মিরপুর বেড়িবাঁধ এলাকার বোটক্লাব এলাকার রাস্তার এই স্থান থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশ উদ্ধা করা হয়

বুধবার (২১ জুন) রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উত্তরার ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ৩৮ নম্বর ভবনের ছয়তলা বাড়ির নিচতলায় সিঁড়ির পাশের ফ্ল্যাটটিতে সপরিবারে ১২ হাজার টাকায় ভাড়া থাকতেন এএসপি। ওই বাড়িটি কেয়ারটেকার নুরুল হক বলেন, ‘আমি সাড়ে ১৭ বছর ধরে এই বাড়ির দায়িত্বে আছি। গত দুই বছর পাঁচ মাস ধরে এই বাড়িতে ভাড়া আছেন এএসপি মিজানুর রহমান। তিনি খুব ভালো মানুষ ছিলেন। বাসা ভাড়ার স্লিপ দেওয়ার পর ১০ তারিখের মধ্যে ভাড়া দিয়ে দিতেন। কখনও খারাপ ব্যবহার করতেন না।’

কেয়ারটটেকার নুরুল হকের স্ত্রী পারভীন বলেন, ‘আজ ফজরের সময় মিজান স্যার আমার স্বামীর নাম ধরে ডাক দেন গেট খোলার জন্য। তখন আমার স্বামী জানান, গেট খোলা। এ সব কথা আমি বাসার ভেতরে বসেই শুনতে পাই। এরপর তিনি চলে যান।’ তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (২০ জুন) রাতে এএসপির স্ত্রী তার স্বামীর জন্য একটি শার্ট কিনে নিয়ে আসেন। সেই শার্ট গায়ে দিয়ে ভোরে অফিসের উদ্দেশে বেরিয়ে যান। এরপর তার মৃত্যুর খবর এলে দুপুরে দুই বাচ্চা নিয়ে বাসা থেকে বেরিয়ে যান এএসপির স্ত্রী। এ সময় আমাদের কিছু বলে যাননি।’

এএসপি মিজানুর রহমান তালুকদারের উত্তরার বাসা

কেয়ারটেকার নুরুল হক বলেন, ‘দুপুরে টিপটিপ বৃষ্টি পড়ছিল, তখন মিজান সাহেবের স্ত্রী একটি রিকশা নিয়ে বের হয়ে যান। কিছুই বলে যাননি। এই সপ্তাহে আরও দু’তিন দিন ভোর বেলা বের হয়েছেন এএসপি। ডিউটি থাকলে ঠিক সময়েই বের হয়ে যেতেন তিনি।’  

এদিকে রাজধানীর দক্ষিণখান নোয়াপাড়ার কে সি হাসপাতালে  এএসপি মিজানুরের স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে রাত সাড়ে ১০ টার দিকে। ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর বোনের ছেলে শামীম শেখ জানান, ‘খালুর মৃত্যুর খবর পাওয়ার পর আন্টি অসুস্থ হয়ে পড়েন। আন্টির খিচুনি হচ্ছিল। তাকে দ্রুত কেসি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তিনি আবার কান্নাকাটি শুরু করেন। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সঙ্গে চিকিৎসকও রয়েছেন।’

উল্লেখ্য, বুধবার (২১ জুন) রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকার বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপের একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে ছুটে যায়। ঘটনাস্থল ডিএমপি এলাকায় হওয়ায় রূপনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে বুধবার রাত ৯টার দিকে গিয়ে নিহত এএসপির কোনও স্বজনকে দেখা যায়নি। মর্গ সহকারী সেকেন্দার আলী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নিহত এএসপি মিজানুর রহমান তালুকদারের ময়না তদন্ত সম্পন্ন হবে।

/এসএমএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই