X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিশু মৃত্যুর কারণ গবেষণায় বিএসএমএমইউ-আইসিডিডিআরবি’র সমঝোতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ১৭:২৪আপডেট : ২২ জুন ২০১৭, ১৭:২৪

গবেষণার মাধ্যমে শিশু মৃত্যুর কারণ উদঘাটন ও শিশু মৃত্যুহার কমানো নিয়ে কাজ করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২২ জুন) আইসিডিডিআরবির (ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ) সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বিএসএমএমইউ-আইসিডিডিআরবি’র সমঝোতা গবেষণার মাধ্যমে শিশু মৃত্যুর কারণ উদঘাটন ও শিশু মৃত্যুহার কমানো ও শিশুমৃত্যুর প্রতিকার সংক্রান্ত এই সমঝোতা স্বারক স্মাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক প্রফেসর জন ডি ক্লেমেন্স।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পরিচালিত একটি আন্তর্জাতিক কর্মসূচি হলো চাইল্ড হেলথ অ্যান্ড মরটালিটি প্রিভেনশন সার্ভিলেন্স (চ্যাম্পস) নেটওয়ার্ক। যা যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচিতে যুক্ত হয়ে আফ্রিকার ৭টি দেশ গত ২ বছর ধরে শিশু মৃত্যুর কারণ উদঘাটনে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, বাংলাদেশও এর সঙ্গে যুক্ত রয়েছে।’ এ চুক্তির ফলে চিকিৎসা সংক্রান্ত প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও আন্তর্জাতিক প্রশিক্ষণেও সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশে আইসিডিডিআরবি, মহাখালীর আইডিইসিআর, ফরিদপুর মেডিক্যাল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগ শিশু মৃত্যুর কারণ নির্ণয়সহ শিশু মৃত্যুর হার হ্রাস ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে আমেরিকার সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল আটলান্টাসহ অন্যান্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করে কার্যক্রম পরিচালনা করবে।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান ও নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানসহ অন্যরা।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে