X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সরকারি চেকে ভুল, বেতন পেলেন না প্রাইমারি স্কুলের শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ২১:৪৬আপডেট : ২৩ জুন ২০১৭, ১৭:২১

সরকারি চেকে ভুল থাকায় প্রাইমারি স্কুলের অনেক শিক্ষক জুন মাসের বেতন তুলতে পারেননি। বেশ কয়েকজন শিক্ষককে টাকা দেওয়ার পরও ব্যাংক আবার তা ফেরত নিয়েছে। ঈদের আগে বৃহস্পতিবার ব্যাংকের শেষ দিনেও শিক্ষকদের অনেকেই খালি হাতে ফিরে গেছেন। সোনালী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রাইমারি স্কুলের শিক্ষক (ফাইল ছবি) জানা যায়, চেকে ভুল থাকার কারণে বাংলাদেশ ব্যাংক ক্লিয়ারেন্স দিতে পারেনি। এ কারণে অনেকে বেতন তুলতে পারেননি। আবার যে কয়েকজন শিক্ষককে ব্যাংক টাকা দিয়েছিলো, বাংলাদেশ ব্যাংক থেকে নিষেধ করার পর বেশ কয়েকজন শিক্ষককে টাকা ফেরত দিতে হয়েছে।
এ প্রসঙ্গে মোহাম্মদপুর শাহিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিংকি বাংলা ট্রিবিউনকে জানান, তিনি ব্যাংক থেকে জুন মাসের বেতনের টাকা সকালের দিকে তুলে আনেন। কিন্তু দুপুরে ব্যাংক থেকে তাকে ফোন করে টাকা ফেরত দিতে বলা হয়। তার মতো অনেক শিক্ষককেই বৃহস্পতিবার খালি হাতে ফিরতে হয়েছে, বলেও জানান তিনি।

সোনালী ব্যাংকের মোহাম্মদপুর শাখার দায়িত্বশীল এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে আমরা শিক্ষকদের বেতন দিতে পারিনি।’

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেশ কিছু সরকারি চেকে ভুল পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ ব্যাংক চেকগুলোর ক্লিয়ারেন্স দিতে পারেনি।’

শিক্ষকদের ভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এই ভোগান্তির জন্য শিক্ষকরা দায়ী না থাকলেও চেক লেখার সময় ভুল করা হয়েছে। গত তিন-চার দিন ধরে শিক্ষকদের চেক বাউন্স হয়েছে। বেশ কিছু চেকের অ্যাডভাইসে ভুল ছিল।’

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…