X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ফাঁকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৭, ০৯:২৩আপডেট : ২৩ জুন ২০১৭, ১১:৩৯

টেকনিক্যালে তীব্র যানজট ঈদে বাড়ি ফিরছে মানুষ। কয়েকদিন ধরেই ঈদযাত্রা চলছে, চলবে ঈদের দিন পর্যন্ত। সরকারি-বেসরকারি অফিস ছুটি হয়ে যাওয়ায় মূলত বৃহস্পতিবার (২২ জুন) থেকেই শুরু হয় মূল ঈদযাত্রা। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই বাস টার্মিনালগুলোয় ও প্রধান প্রধান মহাসড়কে যাত্রীদের চাপ তৈরি হয়। এর রেশ ছিল আজ শুক্রবার (২৩ জুন) সকালেও। ভোর থেকে বাস টার্মিনালগুলোয় যাত্রীদের ভিড় দেখা যায়। সকালে রাজধানীর টেকনিক্যাল মোড় থেকেই যানবাহনের জট শুরু হয়। আমিনবাজার পর্যন্ত এ যানজট তীব্র আকার ধারণ করে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপ কমে আসছে। বেলা সাড়ে ১১টা নাগাদ গাবতলী বাস টার্মিনাল থেকে রাস্তায় প্রায় ফাঁকাই হয়ে গেছে।  

তীব্র যানজট সকালে যানজটের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক ট্রাফিক সার্জেন্ট বলেন, 'দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে বাসগুলো ফিরতে শুরু করেছে। বাসগুলো সাধারণত টেকনিক্যাল থেকে ঘোরানো হয়। যাওয়ার বাস ও ফেরার বাস মুখোমুখি হয়ে যাওয়ার কারণে এই যানজট। এছাড়া বিভিন্ন স্থানে যাওয়ার জন্য বাসগুলো মূল সড়কে দাঁড়িয়ে থাকার ফলেই যানজট তৈরি হয়।' বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাবতলীর রাস্তা ফাঁকা হয়ে আসে (ছবি- বাংলা ট্রিবিউন)

বেলা ১১টার দিকে রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার বিষয়ে গাবতলীতে দায়িত্বপালনরত র‌্যাবের ডিএডি আলাউদ্দিন বলেন, 'যান চলাচল স্বাভাবিক আছে। কোথাও বিশৃঙ্খলার কোনও অভিযোগ নেই এখন। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে সমাধানের চেষ্টা করছি। আশা করছি ঈদযাত্রা নির্বিঘ্ন থাকবে।'   বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাবতলীর রাস্তা ফাঁকা হয়ে আসে (ছবি- বাংলা ট্রিবিউন)

/এমটি/বিএল/এফএস/ 

আরও পড়ুন-


ঈদের বাসযাত্রা: দ্বিতীয় দিনে ‘দুই ঘণ্টা লেট’

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার