X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ফাঁকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৭, ০৯:২৩আপডেট : ২৩ জুন ২০১৭, ১১:৩৯

টেকনিক্যালে তীব্র যানজট ঈদে বাড়ি ফিরছে মানুষ। কয়েকদিন ধরেই ঈদযাত্রা চলছে, চলবে ঈদের দিন পর্যন্ত। সরকারি-বেসরকারি অফিস ছুটি হয়ে যাওয়ায় মূলত বৃহস্পতিবার (২২ জুন) থেকেই শুরু হয় মূল ঈদযাত্রা। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই বাস টার্মিনালগুলোয় ও প্রধান প্রধান মহাসড়কে যাত্রীদের চাপ তৈরি হয়। এর রেশ ছিল আজ শুক্রবার (২৩ জুন) সকালেও। ভোর থেকে বাস টার্মিনালগুলোয় যাত্রীদের ভিড় দেখা যায়। সকালে রাজধানীর টেকনিক্যাল মোড় থেকেই যানবাহনের জট শুরু হয়। আমিনবাজার পর্যন্ত এ যানজট তীব্র আকার ধারণ করে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপ কমে আসছে। বেলা সাড়ে ১১টা নাগাদ গাবতলী বাস টার্মিনাল থেকে রাস্তায় প্রায় ফাঁকাই হয়ে গেছে।  

তীব্র যানজট সকালে যানজটের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক ট্রাফিক সার্জেন্ট বলেন, 'দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে বাসগুলো ফিরতে শুরু করেছে। বাসগুলো সাধারণত টেকনিক্যাল থেকে ঘোরানো হয়। যাওয়ার বাস ও ফেরার বাস মুখোমুখি হয়ে যাওয়ার কারণে এই যানজট। এছাড়া বিভিন্ন স্থানে যাওয়ার জন্য বাসগুলো মূল সড়কে দাঁড়িয়ে থাকার ফলেই যানজট তৈরি হয়।' বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাবতলীর রাস্তা ফাঁকা হয়ে আসে (ছবি- বাংলা ট্রিবিউন)

বেলা ১১টার দিকে রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার বিষয়ে গাবতলীতে দায়িত্বপালনরত র‌্যাবের ডিএডি আলাউদ্দিন বলেন, 'যান চলাচল স্বাভাবিক আছে। কোথাও বিশৃঙ্খলার কোনও অভিযোগ নেই এখন। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে সমাধানের চেষ্টা করছি। আশা করছি ঈদযাত্রা নির্বিঘ্ন থাকবে।'   বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাবতলীর রাস্তা ফাঁকা হয়ে আসে (ছবি- বাংলা ট্রিবিউন)

/এমটি/বিএল/এফএস/ 

আরও পড়ুন-


ঈদের বাসযাত্রা: দ্বিতীয় দিনে ‘দুই ঘণ্টা লেট’

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া