X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সেন্ট্রাল হাসপাতালে হাতাহাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৭, ১৪:৫১আপডেট : ২৪ জুন ২০১৭, ২০:২৩

নবজাতকের মৃত্যুর পর হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতি হয় রাজধানীর গ্রিনরোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ১৮ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। মৃত নবজাতকের স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় হাসপাতালের এক কর্মীর হাতে আহত হন মৃত শিশুটির এক আত্মীয়, পরে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। এ ঘটনায় হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে ঘটনাস্থলে কর্তৃপক্ষের কেউ উপস্থিত নেই।
ঘটনাস্থলে উপস্থিত মৃত নবজাতকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জন্ডিসে আক্রান্ত হওয়ায় গত ১১ জুন ওই নবজাতককে ভর্তি করা হয়েছিল সেন্ট্রাল হাসপাতালে। দুই দিন পর তাকে নেওয়া হয় নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ), পরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। গতকাল শুক্রবার (২৩ জুন) তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। পরে আজ শনিবার (২৪ জুন) সকালে মারা যায় নবজাতকটি।
তবে জন্ডিস নিয়ে ভর্তি  হলেও মৃত নবজাতকের ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে, সে নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। পাশাপাশি তার হার্টের একটি এক্সরে রিপোর্টও সংযুক্ত রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ মৃত নবজাতকের খালা শিউলি বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালের ডেপুটি ডিরেক্টর এম মনসুর আলীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেন, এনআইসিইউতে ভর্তি করা বেশিরভাগ বাচ্চাই মারা যায়। এই কথার পর আর হাসপাতাল কর্তৃপক্ষকে কী বলার থাকতে পারে!’
নবজাতকের স্বজনরা বলছেন, তার শারীরিক সমস্যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কিছুই অবগত করেনি। পরে আজ শিশুটির মৃত্যু হলে এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বাদানুবাদ হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় হাসপাতালের এক কর্মীর আঘাতে ওই নবজাতকের এক আত্মীয় মাথায় আঘাত পান। তাকে পাশেই অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রোগীর স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে।
এদিকে, নিহত শিশুটির স্বজনদের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনার পর কর্তৃপক্ষের কাউকে হাসপাতালে খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালের দুটি গেটও আটকানো রয়েছে, খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
এদিকে নবজাতকের মৃত্যুর পর তার বাবা হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তিনি অভিযোগ করেন, ‘শনিবার সকালে হাসপাতালের চিকিৎসক শাখাওয়াত আলম আমাদের জানান যে নবজাতক মারা গেছে। কিন্তু তাদের কথাবার্তা সন্দেজনক। আমাদের কাছে তাদের আচরণ ও কথাবার্তায় মনে হচ্ছে, তারা আমার শিশু সন্তানকে মেরে ফেলেছে।’
এ বিষয়ে জানতে চাইলে সেন্ট্রাল হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) দায়িত্বে থাকা অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ও বিএসএমএমইউয়ের শিশু কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাখাওয়াত আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নবজাতকটি হাসপাতালে ভর্তি হয় ১১ জুন। তখন তার রক্তে বিলোরুবিনের মাত্রা ছিল ১৭ থেকে ১৮। নাজুক শারীরিক অবস্থার কারণে তাকে এনআইসিইউতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখতে হয়েছিল তিন-চার দিন। একটা সময় সে এই ভেন্টিলেশন ছাড়াই শ্বাস নিতে শুরু করে। কিন্তু এত কম বয়সী শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। শিশুটির রক্তে ইনফেকশন ছিল, যেটা অনেক চেষ্টা করেও শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি। বাচ্চাটি মারা গিয়েছে। তার স্বজনদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরাও শিশুটির মৃত্যুতে মর্মাহত। কিন্তু ওনারা যেটা বলছেন, সেটাও সঠিক বলছেন না।’

ড. শাখাওয়াত বলেন, ‘আমি এই হাসপাতালের কনসালট্যান্ট। গতকাল আমি ঢাকার বাইরে ছিলাম। রাতে ১২টার দিকে ঢাকায় ফিরেছি। এরপর কেবল ওই শিশুটিকে দেখতেই আমি মধ্যরাতেও হাসপাতালে যাই। সেখানে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে শিশুটির চিকিৎসার সব ধরনের নির্দেশনাও আমি দিয়ে আসি। ফলে শিশুটির চিকিৎসায় কোনও ধরনের অবহেলা বা গাফিলতির অভিযোগ সঠিক নয়।’

/জেএ/টিআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই