X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

গ্রাম ফেলে ঢাবি হলে ছাত্রদের ব্যতিক্রম ঈদ

শাহেদ শফিক
২৭ জুন ২০১৭, ০২:৫২আপডেট : ২৭ জুন ২০১৭, ০৮:০৯

গ্রাম ফেলে ঢাবি হলে ছাত্রদের ব্যতিক্রম ঈদ মা-বাবার একমাত্র ছেলে নওশের। ঝালকাঠি থেকে পড়াশোনা শেষে এখন উপমহাদেশের অন্যতম বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। থাকেন হলেই। সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ৭৯ নম্বর কক্ষে আছেন তিন বছর ধরে।পড়াশোনার ব্যস্ততাসহ নানা কারণে এবার মা-বাবার সঙ্গে ঈদ করা হয়নি তার। সকাল থেকে হলেই নিরবে কেটেছে ঈদ।তাই অন্যান্য ঈদ অনেক হাসি-আনন্দে কাটালেও এবারের ঈদুল ফিতর তার জন্য ছিল ব্যতিক্রম।

একা একা ঈদ উদযাপনের অনুভূতি প্রসঙ্গে নওশের সোমবার (২৬ জুন) দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন,‘একটু তো খারাপ লাগছেই। একটা রুমে সাত জন ছিলাম। এখন আমি একা। পুরো ক্যাম্পাস যেন নীরবে ঘুমিয়ে আছে! পরিবারের বাইরে এবারই প্রথম ঈদ করছি। সকালে মা-বাবার সঙ্গে কথা বলেছি। আমি বাড়িতে না যাওয়ায় আমার ছোট বোন অভিমানে হাতে মেহেদি দেয়নি। জীবনের অন্যরকম একটি অভিজ্ঞতা এটি। মূলত পড়াশোনার জন্যই বাড়ি যাওয়া হয়নি। কিন্তু এখন পড়ায় মন বসছে না!’

নওশের জানান, পুরোপুরি একা তার ঈদ কাটছে বলা যাবে না। কারণ হলের ভাইবেরাদাররাও আছেন। তাদের সঙ্গেই নামাজ পড়েছেন। সকালে হল থেকে এসেছে ঈদের নাস্তা। তিনি বললেন, ‘হলটা যেন আরেকটা ফ্যামিলি। হলের মায়া ছাড়াও কষ্টকর। রুমের চৌকি, চেয়ার, টেবিল সবই আপন হয়ে গেছে। হলে রাইস কুকার আছে। প্রয়োজন হলে নিজেই রান্না করে খাই। এখন রান্না করবো। সন্ধ্যায় সবাই মিলে জমিয়ে আড্ডা দেবো।’

গ্রাম ফেলে ঢাবি হলে ছাত্রদের ব্যতিক্রম ঈদ হলের শিক্ষার্থীদের ঈদে বাড়ি না যাওয়ার অন্যতম কারণ ঈদের আগে ও পরে পরীক্ষা, পড়াশোনার ব্যস্ততা, ঈদযাত্রায় দুর্ভোগ, চাকরি না পাওয়া, বিভিন্ন ধরনের হতাশায় ভোগা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়।

বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অনেক আগে শেষ হলেও অনেকেই হল ছাড়েননি। তাদের অধিকাংশই বেকার। কেউ কেউ যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। চাকরি না পাওয়ায় দীর্ঘদিন বাড়ি যাওয়া হচ্ছে না অনেকের। বাড়ি গেলে স্বজনসহ সবাই জানতে চান কী করা হয়। তখন তারা উত্তরে কিছু বলতে পারেন না। তাই চক্ষুলজ্জায় অনেকেই বাড়ি যাওয়াকে স্বেচ্ছায় এড়িয়ে চলেন।

তাছাড়া রাজনৈতিক কারণেও ঈদে ঢাকায় থেকে যান হলের বাসিন্দারা। প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দলের শীর্ষনেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য অনেকেই আমন্ত্রণ পেয়েছেন। গণভবনসহ এসব আয়োজনে যাওয়ার সুযোগ হাতছাড়া না করতে বাড়ি যাননি তারা।

সোমবার এসএম হলে গিয়ে দেখা গেলো— দরজা, জানালা ও মোবাইল ফোন বন্ধ রেখে ডিমলাইট জ্বালিয়ে টেবিলে বসে পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র মো. নুরুল ইসলাম। পড়াশোনার ব্যস্ততার কারণে কথা বলার সময় না থাকলেও হলজীবনের ঈদ নিয়ে তিনি কথা বলেছেন বাংলা ট্রিবিউনের সঙ্গে।

গ্রাম ফেলে ঢাবি হলে ছাত্রদের ব্যতিক্রম ঈদ নুরুল ইসলাম বললেন, ‘পড়াশোনার ব্যস্ততার জন্যই এবার বাড়ি যাওয়া হয়নি। সামনে বিসিএস পরীক্ষা। অগ্রণী ব্যাংকেরও পরীক্ষা আছে। এগুলোর প্রস্তুতি নিচ্ছি। আগে কখনও গ্রামের বাড়ির বাইরে ঈদ করিনি। এ কারণে একটু খারাপ লাগছে। মা-বাবা ও গ্রামের বন্ধুদের খুব মিস করছি। গ্রামের বাড়িতে ঈদ করার মজাই আলাদা। বাড়িতে না যাওয়ার কারণে ঈদের আনন্দ অনেকটা সীমিত হয়ে গেছে এবার। তবে হলের রুমটাকেও নিজের ফ্যামিলির মতোই মনে হয়।’

ঈদের দিন দুপুরে এসএম হলের সামনে গাছের নিচের টেবিলে বসে কয়েকটি শিশুর সঙ্গে গল্প করছেন ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী। নাম না প্রকাশ করার শর্তে তিনি বললেন, ‘ক্যামনে বাড়িতে যাই! মুখ দেখাবো কী করে? পড়াশোনা শেষ করেছি তিন বছর হয়ে গেছে। এখনও চাকরি পাচ্ছি না। বাড়িতে গেলে সবাই জানতে চায় কী করি? মা-বাবার মনটাও তাই বিষণ্ন। কারও মুখে এখনও হাসি ফোটাতে পারিনি।’

/জেএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই