X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পোশাক খাতের উন্নয়নে তুরস্কে শিক্ষার্থী পাঠাচ্ছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৭, ১৮:২০আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৮:২১

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরা দেশীয় পোশাক খাতের উন্নয়নে টেক্সটাইল বিষয়ে মেধাবী শিক্ষার্থীরা তুরস্কে পিএইচডি প্রোগামে স্কলারশিপ পাবে। তাদের এ সুযোগ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধি দলের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, তুরস্ক প্রতি বছর বাংলাদেশের সাত শিক্ষার্থীকে টেক্সটাইল শিক্ষায় পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দেবে। এর অংশ হিসেবে চলতি বছর থেকেই বাংলাদেশি শিক্ষার্থীরা তুরস্কে যাবেন।

বাংলাদেশ ও তুরস্কের উচ্চশিক্ষার মানোন্নয়নে এই চুক্তি নবদিগন্তের সূচনা করবে বলে মনে করেন তুরস্কের কাউন্সিল অব হাইয়ার এডুকেশনের প্রেসিডেন্ট প্রফেসর ইয়েকতা সারাচ। সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন,‘সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিনিময় কর্মসূচি, স্কলারশিপ এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য উচ্চশিক্ষায় ইউরোপে দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্ক। উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে এটি একটি বড় পদক্ষেপ।’

প্রসঙ্গত, টেক্সটাইল খাতে তুরস্ক শীর্ষ অবস্থানে রয়েছে। পাশাপাশি পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। তাই এ চুক্তির ফলে দেশীয় পোশাক খাতের অভূতপূর্ব উন্নয়ন ঘটবে বলে মন্তব্য করেন ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান। তার আশা, এর মাধ্যমে তুরস্কের কাছ থেকে টেক্সটাইল শিক্ষায় আমাদের দেশের শিক্ষার্থীরা অনেক কিছু জানতে ও শিখতে পারবে। দেশের উচ্চশিক্ষার বিস্তার, উন্নয়ন ও আন্তর্জাতিকীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করেছেন ইউজিসি চেয়ারম্যান।

মঙ্গলবারের অনুষ্ঠানে আরও ছিলেন তুরস্কের কাউন্সিল অব হাইয়ার এডুকেশনের এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বর প্রফেসর ড. রাহ্মি এ্যার, ডেপুটি প্রেসিডেন্ট প্রফেসর ড. হাসান মান্ডাল, ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মাসুদ আহমেদ প্রমুখ।

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
কমলাপুর আইসিডি টার্মিনালের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশ
কমলাপুর আইসিডি টার্মিনালের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশ
গুলশান ও জয়পুরহাটে দুদকের অভিযান
গুলশান ও জয়পুরহাটে দুদকের অভিযান
যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত
যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক