X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আত্মতুষ্টির সুযোগ নেই, জঙ্গিদের মূলোৎপাটন করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ২২:২৪আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২৩:০২

‘গুলশানের হলি আর্টিজানের ঘটনায় যে ভীতি তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই দূর হয়েছে। জঙ্গিবিরোধী অভিযানের কারণে মানুষের মনে স্বস্তি এসেছে, বাংলাদেশ এখন নিরাপদ। তবে এতে আত্মতুষ্টির সুযোগ নেই, জঙ্গিদের মূলোৎপাটন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলতে পরিবার, সমাজের ভূমিকা রাখতে হবে।’ বৃহস্পতিবার বিকালে বাংলা ট্রিবিউন আয়োজিত ‘হলি আর্টিজানের ঘটনা, আমাদের যে শিক্ষা দিলো’ শীর্ষক বৈঠকিতে বক্তারা এসব কথা বলেন।

বাংলা ট্রিবিউন বৈঠকিতে আলোচকরা মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, হলি আর্টিজানের হামলায় নিহত সহকারী কমিশনার (এসি) রবিউলের ভাই সাংবাদিক শামসুজ্জামান শামস, ঘটনার সময় ভেতরে থাকা হলি আর্টিজানের স্টাফ শিশির সরকার, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু। এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ।

হলি আর্টিজান হামলা পরবর্তী সময়ে নিয়মিত জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার ফলে বাংলাদেশ সফলভাবে জঙ্গি পরিস্থিতি থেকে উত্তরণ করতে পেরেছে, বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ। তিনি বলেন, ‘ওই ঘটনার কারণে বিদেশিদের মধ্যে যে ভীতি তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই দূর হয়েছে।’

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বর্তমান বিশ্বে নিরাপত্তা ঝুঁকিহীন বলে কোনওকিছু নেই জানিয়ে আব্দুর রশীদ বলেন, ‘নিরাপত্তা ঝুঁকি সব দেশেই আছে। হলি আর্টিজানের হামলায় আমরা ২০ জনকে হারিয়েছি। কিন্তু ফ্রান্স কিংবা বেলজিয়ামে জঙ্গিরা আরও ভয়াবহ হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হয়েছে। বিশ্ব এখন যতটা ঝুঁকিপূর্ণ, সেই তুলনায় বাংলাদেশ বেশি ঝুঁকিপূর্ণ নয়।’

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গিদের আমরা পরাস্ত করতে পেরেছি, কিন্তু জঙ্গিবাদ যেটা একটা মতবাদ, যার মাধ্যমে মগজ ধোলাই করা হচ্ছে, সেই প্রক্রিয়া বন্ধ করার যে কাজ সেটা আমাদের হাতে নেই। আন্তর্জাতিক ভাবে যেসব ঘটনা ঘটছে তারও রেশ আমাদের ওপর পড়ছে। তারপরও আমরা যাদের চিহ্নিত করেছি, তাদের গ্রেফতার করতে পারছি।’

কেন জঙ্গিবাদে জড়াচ্ছে, এমন প্রশ্নের জবাবে মনিরুল বলেন, ‘কোনও একটি নির্দিষ্ট ফ্যাক্টরের কারণে হচ্ছে এমন নয়। শুধু মাত্র সরাসরি বেহেস্তে যাওয়ার লোভ নয়, অনেকগুলো কারণ আছে। একাডেমিক গবেষণা করা প্রয়োজন। শুধু মাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়।’

বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এ সময় বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ বলেন, ‘দু’টি ক্যাটাগরি, একটা নিম্নবিত্ত, আরকেটি উচ্চবিত্ত। মাদ্রাসা পড়ুয়া এবং ইংলিশ মিডিয়ামে পড়ুয়া। ফ্যাক্টরটা কোথায়, হতাশা?। উচ্চবিত্তের মধ্যে একটা হতাশা কাজ করে। আমরা তো কিছু করতে পারছি না। তবে এটাকে জেনারালাইজড করা যাবে না।’

জঙ্গিবাদে জড়িয়ে পড়ার বিষয়ে মনিরুল ইসলাম আরও বলেন, ‘নিম্নবিত্ত, উচ্চবিত্ত থেকে আসছে, মধ্যবিত্ত থেকে যে আসছে না তা কিন্তু নয়। তবে যারা প্রান্তিক আয়ের বা মাদ্রাসায় পড়ুয়া বা কম লেখাপড়া করে আর পড়ছে না তাদের ক্ষেত্রে আমরা দেখেছি, তাদের সোসাইটিতে যাওয়ার কোনও জায়গা নাই, আইডেন্টিটি নাই। ফলে তারা এই যে শহীদ হয়ে যাওয়া কিংবা বড় একটা কিছু করার মাধ্যমে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি অনেকে আসছে শুধুমাত্র অর্থনৈতিক কারণে। কিন্তু ধর্ম সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নেই।’

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় কে, কোন পর্যায়ে ভূমিকা রেখেছে, কোথায় কোন বাড়িতে পরিকল্পনা হয়েছে, কারা ছিল; সবই তদন্তে উঠে এসেছে বলে জানালেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের তদন্তে অনেক কিছু উঠে এসেছে। এ হামলার প্রেক্ষাপট ও উদ্দেশ্য কী, সেগুলো চার্জশিটে উল্লেখ করা হবে।’

হলি আর্টিজানের হামলায় নিহত এসি রবিউলের ভাই সাংবাদিক শামসুজ্জামান শামস বলেন, ‘১ জুলাই যে সময় হামলা হয়েছিল তখন ভাবি গর্ভবতী ছিলেন, তখন ভাইয়ার তার পাশে থাকার কথা ছিল। কিন্তু ভাই দেশের ও মানুষের কথা চিন্তা করে সেদিন পরিবারের কমিটমেন্ট রাখতে পারেননি। দায়িত্ববোধের কারণে তিনি সেখানে ছুটে গিয়েছিলেন। আমাদের সাজানো সংসার ছিল, ভাইকে হারিয়ে আমরা এখনও গুছিয়ে উঠতে পারিনি। এখন আমরা ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছি।’

সাংবাদিক শামসুজ্জামান শামস আইনশৃঙ্খলা বাহিনীর নিজেদের মধ্যে প্রতিযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকিতে। বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু বলেন, ‘আমরা বিভিন্ন অভিযান নিয়ে একটা প্রতিযোগিতা দেখছি। জঙ্গিবাদ দমনে সিটিটিসির পারদর্শিতা। কিন্তু অন্যান্য ইউনিটও ক্রেডিট নেওয়া জন্য চেষ্টা করছে।’ তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিজের মধ্যে প্রতিযোগিতা ক্ষতিকর নয় বলে মত দেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ।

এ সময় মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশের যেকোনও ইউনিট অভিযান করতে পারে। তবে আমরা তৃণমূলে সব ইউনিটকে প্রশিক্ষিত করা চেষ্টা করছি।’

এসময় একটি অভিযানে ঘটনা তুলে ধরেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ। তিনি বলেন, ‘গোদাগাড়িতে মাটির ঘরে পানি দিচ্ছিলেন ফায়ার সার্ভিসের একজন নিরস্ত্র কর্মী, তার পেছনে অস্ত্রধারী পুলিশ। পানি দিলে মাটির দেয়াল ধসে পড়বে, জঙ্গিদের দেখা যাবে। এটা কৌশল হিসেবে কতটা যৌক্তিক?’

এর জবাব দিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘তাদের আন্তরিকতায় ঘাটতি ছিল না, তবে কৌশলে ভুল ছিল। দেশব্যাপি সিটিটিসি গঠনের প্রক্রিয়া চলছে। তখন হয়ত স্থানীয় পর্যায়েও কাউন্টার টেরোরিজমের ইউনিট থাকবে।’

হামলার সময় আটকে পড়া হলি আর্টিজানের স্টাফ শিশির সরকার বলেন, ‘সেদিন এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল। সেই ভীতি আমাদের মধ্যে রয়েছে। রেস্টুরেস্ট অনেক দিন বন্ধ ছিল। এখন নতুন জায়গায় চালু করার পর মালিক আমাদের ডেকেছেন।’

বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু হলি আর্টিজানে জঙ্গি হামলার সঙ্গে তাহমিদ ও হাসনাত করিম জড়িত কিনা, সে প্রশ্নও ওঠে বৈঠকিতে। এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু বলেন, ‘কোনও কোনও গণমাধ্যমে একটি ছবি প্রকাশ করে বলা হয়েছে, তারাই দোষী। কিন্তু তারা দোষী নাকি নির্দোষ, সেটা বেরিয়ে আসবে দীর্ঘ তদন্তের পর। এটা নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমেও অনেকে বলেছেন, হাসনাত ও তাহমিদ সরাসরি জড়িত। ছবি দেখেই সবাই সিদ্ধান্ত দিয়েছেন কিন্তু পুরো তদন্ত ছাড়া আমরা কোনও সিদ্ধান্ত দিতে পারি না।’

এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, ‘এটা পারসোনাল ইস্যু, এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। ওরা দোষী কি নির্দোষ, সেটা তদন্তের বিষয়।’
ছবি: সাজ্জাদ হোসেন

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!