X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মামলা প্রত্যাহারের দাবিতে জাবির শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

জাবি প্রতিনিধি
১০ জুলাই ২০১৭, ২০:১৯আপডেট : ১০ জুলাই ২০১৭, ২০:১৯





মামলা প্রত্যাহারের দাবিতে জাবির শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৫৪ শিক্ষার্থীর বিরুদ্ধে এ মামলা করেছিল জাবি প্রশাসন।


শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে সোমবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এতে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন শিক্ষক-শিক্ষার্থীরা।
সমাবেশে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, 'গতকাল (রবিবার) আমরা মানববন্ধন করেছি, আজ মৌন মিছিল করছি। এই মৌনতা মানে মৌনতা নয়। এটা ঝড়ের পূর্বাভাস। আমরা মামলা প্রত্যাহারে প্রশাসনকে বাধ্য করব। মামলা প্রত্যাহার না করলে অচিরেই সে ঝড় উঠবে।’ নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়ে, পুলিশি নির্যাতন করিয়ে যে অন্যায় করেছে স্মরণকালের ইতিহাসে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা অভূতপূর্ব। প্রশাসন একবার বলছে মামলার বাদী রেজিস্ট্রার, আরেকবার বলছে পুলিশ। মামলা প্রত্যাহারে কোনও অজুহাত শুনতে চাই না। সদিচ্ছা থাকলে এই মুহূর্তে মামলা প্রত্যাহার সম্ভব।'
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান শুভ্র বলেন, ' বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। পুলিশ শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে ইতিবাচক রিপোর্ট দেওয়ার নাম করে টাকা দাবি করছে। যে সিন্ডিকেট সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিলেন তাদের নিয়েই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা এই তদন্ত কমিটি প্রত্যাখ্যান করছি।' সমাবেশে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান বক্তারা।
এসময় নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক কামরুল আহসান, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিসা পারভীন জলি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গত ২৭ মে সড়ক অবরোধকালে পুলিশি হামলার জেরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবন ভাঙচুর করে শিক্ষার্থীরা। এসময় কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে। পরে ৩১ শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অন্তত ৫০ জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইরাতেই ১০ ছাত্রীসহ ৪২ শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বিকালে তারা জামিনে মুক্তি পান।
/এএম

সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া