X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফাহমিদুল হকের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১৯:৪০আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৯:৪৫

ফাহমিদুল হকের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড.ফাহমিদুল হকের বিরুদ্ধে একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদের দায়ের করা মামলা প্রত্যাহার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ লেখক ঐক্য।
আজ শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি রাখাল রাহা, সাধারণ সম্পাদক শওকত হোসেন, সদস্য চঞ্চল আশরাফ, সমাজকর্মী জাকিয়া শিশির, রাষ্ট্রচিন্তা নামে আরেকটি সংগঠনের সংগঠক হাসিবউদ্দিন হোসেন ও হাসনাত কাইয়ুম, ম্যান ফর ম্যান নামে সামাজিক সংগঠনের কর্মী ইমরান মোহন প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।
রাখাল রাহা বলেন, ‘৫৭ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এ ধারা বাতিলের কথা বলা হয়েছে। কিন্তু এর বাস্তবায়ন পরিলক্ষিত হচ্ছে না। ফাহমিদুল হক একজন সৎ ও প্রতিবাদী শিক্ষক। বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশে অরাজক পরিস্থিতি বিরাজমান।এতে কারও মানহানি হয় না। কেউ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেই মানহানি হয়। এ দমনমূলক আইন বাতিল করতে হবে। ফাহমিদুল হকের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’
হাসনাত কাইয়ুম বলেন, ‘একটি আইন প্রণয়ন করার আগে সেটি মানুষের পক্ষে না বিপক্ষে যাচ্ছে,সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। রাষ্ট্র ভিন্নমতকে সহ্য না করার সংস্কৃতি চালু করতে চায়। কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করতে হলে সব গণবিরোধী আইনের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’
চঞ্চল আশরাফ বলেন, ‘একটি নামমাত্র রাষ্ট্রে আমরা বসবাস করছি, যেখানে মানুষের পরিপূর্ণ স্বাধীনতা নেই। ৫৭ ধারার মতো আইন কোনও সভ্য দেশে অকল্পনীয়। পাশের দেশ ভারতে কিছুদিন আগে এ ধরনের আইন বাতিল করা হয়েছে। কোনও উন্নত দেশে এ ধরনের আইন নেই। যে জাতি মানসিকভাবে মুক্ত থাকতে পারে না,সে জাতি সুস্থ ও পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। অবিলম্বে ৫৭ ধারা ও ফাহমিদুল হকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হোক।’
বাংলাদেশ লেখক ঐক্যের সহ-সভাপতি আশরাফ সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।


আারও পড়ুন-

৫৭ ধারার মামলা নিয়ে মন্তব্য নয়, ফেসবুকে শিক্ষকদের দায়িত্বশীল হতে বললেন ঢাবি ভিসি

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী