Vision  ad on bangla Tribune

ঢাবি শিক্ষক ফাহমিদুল হকের দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট০২:৫৮, জুলাই ১৭, ২০১৭

ড. ফাহমিদুল হকসহকর্মী অধ্যাপক আবুল মনসুর আহাম্মদের নামে ফেসবুক গ্রুপে যে পোস্ট দিয়েছিলেন তা ঠিক ছিল না বলে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক।
এমএসএস ২০১৬-গ্রুপে এমএসএস পরীক্ষার ফলাফল নিয়ে সহকর্মী অধ্যাপক আবুল মনসুর আহাম্মদের নামে একটি পোস্ট দিয়েছিলেন অধ্যাপক ফাহমিদুল হক। এটি দেওয়া ঠিক হয়নি উল্লেখ করে দুঃখ প্রকাশ করে রবিবার তিনি আরেকটি পোস্ট দেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এমসিজে বিভাগের শিক্ষকদের উদ্যোগে সমাধানে আসা গেছে বলে জানান অধ্যাপক ফাহমিদুল হক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভাগীয় শিক্ষকদের অনুরোধ ও পরামর্শক্রমে আমি শিক্ষার্থীদের ক্লোজড গ্রুপে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছি। বাকি বিষয় বিভাগ দেখবে।’
প্রসঙ্গত, 'এমসিজে সিক্সথ ব্যাচ ডিইউ’ নামে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে ৩ জুলাই একটি পোস্ট দেন ড. ফাহমিদুল হক। ৬৯ সদস্যের ফেসবুক গ্রুতে দেওয়া ওই পোস্টের কারণে মানহানি হয়েছে দাবি করেন অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ। এ অভিযোগে ১৩ জুলাই রাজধানীর শাহবাগ থানায় ফাহমিদুল হকের বিরুদ্ধে মামলা করেন তিনি।
ইউআই/টিআর/জেএইচ/এসটি


আরও পড়ুন-


শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের মামলা

ফাহমিদুল হকের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফেসবুক পোস্ট ও ৫৭ ধারার মামলা নিয়ে যা বললেন ঢাবির দুই শিক্ষক

৫৭ ধারার মামলা নিয়ে মন্তব্য নয়, ফেসবুকে শিক্ষকদের দায়িত্বশীল হতে বললেন ঢাবি ভিসি

লাইভ

টপ