X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘মৃত’ ব্যক্তি আদালতে এসে বললেন, ‘আমি জীবিত’

মেহেদী তারেক
১৭ জুলাই ২০১৭, ২১:০৬আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২১:২৭

  আজাদ হোসেন ভূঁইয়া

হজে যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে পুলিশ প্রতিবেদন এবং  ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখানো হচ্ছে ‘মৃত’ হিসেবে, অথচ তিনি সশরীরে আদালতে উপস্থিত হয়ে বললেন, ‘আমি জীবিত।’ এ ভুক্তভোগীর নাম আজাদ হোসেন ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার এ বাসিন্দার দাবি, পুলিশ ভেরিফিকেশনের সময় ‘খরচপাতি’ না দেওয়ায় ইচ্ছেকৃতভাবে তাকে মৃত দেখানো হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে সোমবার হাইকোর্টে রিট আবেদন করেছেন তিনি । তার এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে আখাউড়া থানার ওসিকে ২৩ জুলাই সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

আজাদ হোসেন ভূঁইয়া জানান, হজে যাওয়ার জন্য তিনি ৪-৫ মাস আগে নিবন্ধন করেন। টাকাও জমা দেন। পুলিশ ভেরিফিকেশনের জন্য আখাউড়া থানা থেকে দারোগা আবুল কালাম একদিন তাকে ফোন দেন। তিনি তখন ঢাকায় ছিলেন। দারোগা ফোনে তাকে বলেন, ‘আজকের দিনের মধ্যে থানায় এসে যোগাযোগ করতে হবে।’  

আমি (আজাদ) তাকে বলি, ‘‘আমার পক্ষে সম্ভব না। এসময় দারোগা বলেন, ‘আপনার জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের ফটোকপিসহ আপনার ভাইকে পাঠান। ’ আমার ভাই থানায় গেলে জানানো হয়, আমার নামে মামলা আছে। আমাকেই যেতে হবে। পরদিন আমি থানায় যাই।  ওই দারোগার সঙ্গে দেখা করি। তিনি  তখন আমাকে বলেন,  ‘আপনার নামে তো মামলা আছে। তারপর আবার আপনি বিএনপি করেন। ভেরিফিকেশন পেতে খরচাপাতি করতে হবে।’  আমি বললাম, আমার নামে দু’টি মামলা আছে, দু’টিই রাজনৈতিক। আমি প্রথম থেকেই জামিনে আছি। আমি কোনও খরচাপাতি দেবো না।’’

  ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আজাদ হোসেন ভুইয়ার তথ্য

বাংলা ট্রিবিউনকে তিনি (আজাদ) বলেন, ‘এরপর ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০/৬/১৭ তারিখের সর্বশেষ আপডেটে দেখি, আমাকে মৃত দেখানো হয়েছে।  আজকে (১৭ জুলাই) পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমাকে মৃত দেখানো হচ্ছে। অথচ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তাই বাধ্য হয়ে আমি উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে হাইকোর্টে রিট আবেদন করেছি। আমি হজে যেতে চাই।’

আজাদ হোসেন ভূঁইয়ার আইনজীবী মো. কায়সার জাহিদ ভূঁইয়া বলেন, ‘২০১৭ সালে হজ গমনে ইচ্ছুক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আজাদ হোসেন ভূঁইয়াকে পুলিশ প্রতিবেদনে মৃত দেখানোয়, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ জুলাই তাকে সশরীরে হাজির হয়ে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সোমবার (১৭ জুলাই)  বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।’

/এপিএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি