X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজানে জঙ্গি হামলার চার্জশিট শিগগির: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ১৬:১৯আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৬:৩২

পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় শিগগিরই আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই আমরা এই মামলার চার্জশিট আদালতে দাখিল করবো।’

বুধবার (১৯ জুলাই) দুপুরে ডিএমপি সদর দফতরে ডাচবাংলা ব্যাংকের পক্ষ থেকে ডিএমপিকে দেওয়া একটি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘এতদিন আমাদের কাছে ময়নাতদন্ত প্রতিবেদন  ও ফরেনসিক রিপোর্ট ছিল না। আমরা সম্প্রতি এসব প্রতিবেদন হাতে পেয়েছি। এখন আমরা প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুতই চার্জশিট দিয়ে দিতে পারবো।’

প্রসঙ্গত, গত বছর ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। এতে তিন বাংলাদেশি নাগরিক, দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশি নাগরিকসহ মোট ২২ জন নিহত হন। সেনা কমান্ডোদের অভিযানে পরদিন (২ জুলাই) সকালে  নিহত হয় পাঁচ জঙ্গি ও এক জন শেফ। ওই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর মারা যান বেকারির আরেকজন শেফ।

হলি আর্টিজান বেকারির হামলা মামলায় সর্বশেষ গত ৮ জুলাই ভোরে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ ওরফে নসরুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হলি আর্টিজান হামলায় ব্যবহৃত অস্ত্র ও গ্রেনেড সরবরাহের তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে তাকে দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিটিটিসি।

এই মামলার অন্যতম তদন্ত তদারক কর্মকর্তা সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, ‘হলি’র ঘটনায় চার জন গ্রেফতার রয়েছে। যার মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিভিন্ন অভিযানে এই ঘটনায় জড়িত আট জন নিহত হয়েছে। পলাতক রয়েছে ৫ জন, যার মধ্যে তিন জন খুবই গুরুত্বপূর্ণ।’

পলাতক থাকা তিন গুরুত্বপূর্ণ আসামির একজন হলো এই সোহেল মাহফুজ। বুধবার ডিএমপি কমিশনার বলেন, ‘জিজ্ঞাসাবাদে সোহেল মাহফুজের কাছ থেকে তার সংশ্লিষ্টতা সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই শেষে মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করা হচ্ছে।’

ভারতীয় গোয়েন্দারা সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করেনি

সোহেল মাহফুজকে গ্রেফতারের পর গত শনিবার ভারতের স্পেশাল টাস্কফোর্সের তিন সদস্যের একটি দল এবং গত সোমবার ভারতের জাতীয় তদন্ত সংস্থার একটি দল ঢাকায় আসে। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, ভারতীয় গোয়েন্দারা সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করেছেন। কারণ সোহেল মাহফুজ প্রায় পাঁচ বছর ধরে জেএমবির ভারতীয় শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করেছে।

তবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আজ (১৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘বর্ধমানে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় যদি অন্য কোনও সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তাতে আদালতের অনুমতি লাগবে। আদালতের অনুমতি ছাড়া এ ধরনের জিজ্ঞাসাবাদের কোনও সুযোগ নেই। আমার জানা মতে এনআইএ-র কোনও প্রতিনিধি আসেননি বা জিজ্ঞাসাবাদও করেনি।’

২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে আদালতে চার্জশিট দেয় ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। সোহেল মাহফুজকে ধরতে তারা ১০ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করে। একারণে বাংলাদেশে সোহেল মাহফুজ গ্রেফতারের পর ভারতীয় গোয়েন্দারা তার কাছ থেকে প্রাপ্ত তথ্য জানতে উদগ্রীব ছিলেন।

পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা জানান, এসটিএফ এবং এনআইএ সদস্যরা অফিসিয়ালি বাংলাদেশের কোনও রিমান্ডে থাকা আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারেন না। তাদের সঙ্গে বাংলাদেশের দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে জঙ্গি সম্পর্কিত দু’দেশের গোয়েন্দাদের প্রাপ্ত তথ্য আদান-প্রদান করা হয়েছে।

/এনএল/ এপিএইচ/

আরও পড়ুন: 

অবসর ও কল্যাণ ট্রাস্ট: মুখোমুখি মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক-কর্মচারী

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা