X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ বেতারের জমি পেল বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ১৭:৪০আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৭:৪৬

 

জমির দলিল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল সম্প্রসারণের জন্য জমি পেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহবাগে অবস্থিত বাংলাদেশ বেতারের জমি ও স্থাপনার দলিল বিএসএমএমইউকে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের হাতে এ দলিল তুলে দেন।

রোগীদের কল্যাণে প্রধানমন্ত্রীর এই বাস্তবধর্মী পদক্ষেপের কারণে বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের পরিধি আরও  সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এসময় বিএসএমএমইউ’র সংস্থাপন শাখার প্রধান ডা.এ কে এম শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহুমুখী কার্যক্রমের ফলে দেশের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান প্রশাসনের আমলে গবেষণায় সাফল্যের কারণে ২০১৬ সালের ডিসেম্বরে স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস প্রকাশিত জরিপে বাংলাদেশের ১১টি নেতৃস্থানীয় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চম স্থান এবং বিশ্বসেরা তালিকায় ৬৪০তম স্থান অধিকার করেছে এই বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে এক হাজার ৯০৪টি বিছানা রয়েছে, যাতে সব সময়ই রোগী ভর্তি থাকেন। এছাড়া, প্রতিদিন সকালের বহির্বিভাগে গড়ে পাঁচ হাজার ও ২৪টি বৈকালিক বিশেষায়িত বহির্বিভাগে দিনে প্রায় এক হাজার রোগী সেবা নিচ্ছেন। দিন দিন রোগীর চাপ বাড়ছে। বাংলাদেশ বেতারের জায়গা ও স্থাপনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করায় এ বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।’

জনকল্যাণমুখী ও বাস্তবধর্মী এই পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কৃতজ্ঞতা জানায়।

/জেএ/এএম/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!